Ajker Patrika

লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৩, ১০: ৫৬
লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

নাটোরের লালপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত মো. জুয়েল আলী (৩৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে লালপুর-ঈশ্বরদী সড়কের উপজেলার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। তিনি ওই গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নবীনগর এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি মো. জুয়েল আলীকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাঁকে ভর্তি করেন।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে পাঠানো হয় জুয়েল আলীকে।’

এ নিয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত