Ajker Patrika

চাটমোহরে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৭: ৪১
চাটমোহরে ককটেল উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

পাবনার চাটমোহরে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদককে প্রধান আসামিসহ ছয়জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এর আগে ওই জায়গায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে পুলিশ দাবি করেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার ডায়মন্ড ফুড অ্যান্ড বেভারেজের মালিক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, গতকাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতা-কর্মীরা দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটান। পরে পুলিশ ধাওয়া দিলে সবাই পালিয়ে যান। এ সময় অবিস্ফোরিত অবস্থায় চারটি ককটেল উদ্ধার করা হয়। 

ওসি আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। মামলায় হাসাদুল ইসলাম হীরাকে প্রধান আসামিসহ ছয়জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত