রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দোকানঘর দুটি ভাঙা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিকাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে দোকান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পান ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার রাতে নির্মাণাধীন দুটি দোকানঘরে ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘বুধবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে। এ কারণে দোকানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
দোকান নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট নির্মাণের বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নির্মাণাধীন দুটি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতের কোনো এক সময় দোকানঘর দুটি ভাঙা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র বলছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে। তবে ঠিকাদার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভ্রাম্যমাণ দোকানপাট তুলে দিয়ে নতুন করে দোকানপাট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে দোকান নির্মাণের কাজ চলছে। এর মধ্যে শেখ রাসেল মাঠ ও টুকিটাকি চত্বরে দোকান নির্মাণের কাজ পান ঠিকাদার রাশিদুর রহমান লুলু। গতকাল বুধবার রাতে নির্মাণাধীন দুটি দোকানঘরে ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রাশিদুর রহমান লুলু।
লিখিত অভিযোগে তিনি বলেছেন, ‘বুধবার রাতে কে বা কারা নির্মাণাধীন দোকান ভাঙচুর করেছে। এ কারণে দোকানের নির্মাণকাজ বন্ধ রয়েছে। পুনরায় এই কাজ করতে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাই আর্থিক ক্ষতিপূরণ ও এ কাজে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
দোকান নির্মাণকাজ দেখভালের দায়িত্বে থাকা প্রকৌশলী মিনহাজুল আলম বলেন, ‘ঠিকাদার আমাকে বিষয়টি জানানোর পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি প্রধান প্রকৌশলীকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দোকানপাট নির্মাণের বিষয়টির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান। তিনি বলেন, ‘আমরা দ্রুতই তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেব।’
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান সমাজ কল্যাণ ফাউন্ডেশন।
৪ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই বস্তা গাঁজা (ওজন আনুমানিক ২০ কেজি) উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৫ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৫ ঘণ্টা আগে