Ajker Patrika

বিভাগীয় পর্যায়ে ৮০০ মিটার দৌড়ে বাঘার রুকাইয়ার প্রথম স্থান অর্জন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
বিভাগীয় পর্যায়ে ৮০০ মিটার দৌড়ে বাঘার রুকাইয়ার প্রথম স্থান অর্জন

শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর ৮০০ মিটার দৌড়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে রুকাইয়া আক্তার। গতকাল বুধবার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। 

জানা গেছে, রুকাইয়া আক্তার রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। পরে বুধবার রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলায় গৌরব অর্জন করে।

রুকাইয়া আক্তার উপজেলার রুস্তমপুর এলাকার জোতরঘু গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। 

রুকাইয়ার বাবা শহিদুল ইসলাম বলেন, ‘মেয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সে বিভিন্ন সময়ে খেলাধুলা করে অনেক পুরস্কার লাভ করেছে। আমার সামর্থ্য থাকলে বড় খেলোয়াড় বানাতাম তাকে।’ 

উপজেলা রুস্তমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হেলাল কনক বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। তার খেলাধুলার প্রতি সব সময় দারুণ আগ্রহ। রুকাইয়া আক্তার আর্থিক সহযোগিতা পেলে আরও অনেক দূর যাবে। তার সাফল্য কামনা করছি। সে আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হবে এই দোয়া করি।’ 

রুকাইয়া আক্তার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে ডেকে সংবর্ধিত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত