Ajker Patrika

ইউএনওর ফোন ক্লোন করে টাকা হাতানো প্রতারক গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২২ জুলাই ২০২২, ১৪: ৪৬
ইউএনওর ফোন ক্লোন করে টাকা হাতানো প্রতারক গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন নম্বর ক্লোন করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম রাকিবুল ইসলাম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি গ্রামে তাঁর বাড়ি।

রাজশাহী জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে কালীগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা এবং মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর লিগ্যাল উইংয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, গত ১৭ জুলাই রাকিবুল ইসলাম দুর্গাপুরের ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে সাবেক একজন ওয়ার্ড কাউন্সিলরকে ফোন করেন। তাঁকে সরকারি কাজ দেওয়ার কথা বলে ‘নগদ’-এর মাধ্যমে ২৮ হাজার টাকা হাতিয়ে নেন। ঘটনাটি দুর্গাপুরের ইউএনও জানতে পেরে থানায় অবহিত করেন। পুলিশ তদন্ত করে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, রাকিবুল এলাকায় একজন হ্যাকার হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে একই অপরাধে একাধিক মামলা রয়েছে। নতুন করে তাঁর বিরুদ্ধে দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত