Ajker Patrika

শিবগঞ্জে প্রথম জিরা চাষ, আমদানি নির্ভরতা কমার আশা

খালিদ হাসান, শিবগঞ্জ (বগুড়া)
শিবগঞ্জে প্রথম জিরা চাষ, আমদানি নির্ভরতা কমার আশা

বাঙালির রান্নায় জিরা খুব দরকারি একটি উপাদান হলেও দেশে জিরা চাষে সে অর্থে সফলতা আসেনি। প্রতি বছর আমদানি করতে হয় হাজার হাজার টন জিরা। এতে খরচ হয় বিপুল অর্থ। এবার জিরার চাহিদা মেটাতে বগুড়ার শিবগঞ্জে প্রথমবারের মতো স্বল্প পরিসরে শুরু হয়েছে জিরার চাষ। 

শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের একদল বিজ্ঞানী আবিষ্কার করেছেন কৃষক পর্যায়ে চাষাবাদের উপযোগী জিরার একটি জাত। বারি জিরা-১ নামের জাতটিকে জাতীয় বীজ বোর্ড ২০২২ সালে অনুমোদনও দিয়েছে। আর তাই, এই প্রথম শিবগঞ্জে কৃষক পর্যায়ে স্বল্প পরিসরে চাষ শুরু হয়েছে জিরার। প্রথম চাষে সফল হলে বাড়ানো হবে চাষের পরিধি। আর এতে কমবে আমদানি নির্ভরতা। 

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ৪০-৫০ সেন্টিমিটার উচ্চতার বারি জিরা-১ জাতের জিরার গাছ লম্বা ও ঝোপালো। পাতার রং গাঢ় সবুজ। ফুলের রং গোলাপি। এটি বাজারে পাওয়া যাওয়া জিরার চেয়ে সুগন্ধি। ভালোভাবে চাষ করলে প্রতি হেক্টর জমিতে ৫৫০-৬০০ কেজি জিরা আবাদ করা সম্ভব। 

উপজেলার কৃষ্ণপুর এলাকায় গেলে দেখা যায়, কৃষক পর্যায়ে স্বল্প পরিসরে এ এলাকায় চাষাবাদ হচ্ছে জিরা। এ সময় কথা হয় কৃষ্ণপুর গ্রামের কৃষক মো. সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কৃষি অফিসের সহায়তায় প্রদর্শনীর মাধ্যমে আমি ২৫০ গ্রাম জিরার বীজ পেয়েছিলাম। সেই বীজ ৮ শতক জমিতে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বপন করি। এখন আমার জিরার গাছে ফুল এসেছে।’

উপজেলা সদরের কৃষক মো. হাবিবুল হুদা শাওন বলেন, কৃষি অফিসের সহায়তায় স্বল্প পরিসরে এবার প্রথম জিরার চাষ করেছি। এখন পর্যন্ত জিরার চারা ভালো আছে। তবে এ ফসলের যত্ন একটু বেশি করতে হচ্ছে। আবহাওয়া খারাপ হওয়ায় শঙ্কায় আছি। 

উপজেলার দেউলী ইউনিয়নের রহবল ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, জিরা একটি অতি মূল্যবান এবং চ্যালেঞ্জিং মসলা জাতীয় ফসল। গত বছর থেকে জিরার চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জিরা ফসলের রোগবালাই অন্যান্য মসলা জাতীয় ফসলের তুলনায় একটু বেশি। এ জন্য জিরা চাষে একটু বেশি পরিচর্যার প্রয়োজন হয়। জিরার রোগবালাই প্রতিরোধে নিয়ম অনুযায়ী বালাইনাশক স্প্রে করতে হয়। বর্তমানে আবহাওয়া একটু খারাপ। তারপরও চারাগুলো এখনো ভালো আছে। চাষকৃত জমি থেকে আগামী এক মাসের মধ্যে জিরা সংগ্রহ করা যাবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মুজাহিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিবগঞ্জে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী আকারে জিরার চাষ হচ্ছে। এ বছর স্বল্প পরিসরে জিরার চাষাবাদ হলেও প্রদর্শনী থেকে উৎপাদিত জিরা বীজ হিসেবে ব্যবহার করা হবে। আগামী মৌসুমে এর আবাদ এলাকা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা কৃষি দপ্তরের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। সফলতা পেলে আমদানির পরিমাণ কমে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত