Ajker Patrika

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ২০: ১৬
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় উত্তরা ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তরে সিমলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহত ওই নারীর কোনো পরিচয় জানা যায়নি। 

স্থানীয়রা জানান, উপজেলার মাধনগর এলাকায় বেশ কিছুদিন ধরে ওই মহিলা ঘোরাফেরা করছিলেন। ঘটনার দিন বিকেলে মাধনগর-বীরকুৎসার মাঝামাঝি স্থানে পার্বতীপুরগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার সাহেদ জামান বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা-পুলিশকে জানানো হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত