Ajker Patrika

অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানার পাঁচবিবি রেল স্টেশনের উত্তর পাশে অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাব্বী হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

রাব্বী হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের তফিজ উদ্দীনের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন। তিনি বলেন, ‘এই ঘটনায় রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। মরদেহ বিকৃত হয়ে যাওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র জানান, আজ দুপুর ১২টার দিকে রাব্বী হোসেন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফ্যানতারা লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত