Ajker Patrika

বাগাতিপাড়ায় রেল সেতুর নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১৪: ৫৭
Thumbnail image

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের রেল সেতুর নিচ থেকে অজ্ঞাত কিশোরের (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার রাগদহ এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় রেল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে মারা গেছে। 

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি যেহেতু রেলপথের, তাই সার্বিক বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবে। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। সরেজমিনে দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত