বাকৃবি প্রতিনিধি
অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ড ছাপিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে দাওয়াত কার্ডের সময়সূচিতে ভুল লক্ষ করা গেছে। দুপুর ১২টার কর্মসূচিতে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
অষ্টম সমাবর্তনের দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। সেখানে দেখা গেছে, অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ডটির অনুষ্ঠানসূচির ইংরেজি ভার্সনে দুপুর ১২টার সময় উল্লেখ না করে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
এমন ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সমালোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল। যেখানে মধ্যরাতের সময়সূচিতে অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে। এই ভুলের মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাবর্তনের দাওয়াত কার্ড প্রকাশ করার দায়িত্বে আছেন অষ্টম সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তাঁরা টাইপ করে ফেলেছেন। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনো অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা জানা নেই।’
দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি অনুমতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দাওয়াত কার্ডটি প্রকাশ করেছি।’
অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ড ছাপিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। তবে দাওয়াত কার্ডের সময়সূচিতে ভুল লক্ষ করা গেছে। দুপুর ১২টার কর্মসূচিতে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
অষ্টম সমাবর্তনের দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ। সেখানে দেখা গেছে, অষ্টম সমাবর্তন উপলক্ষে দাওয়াত কার্ডটির অনুষ্ঠানসূচির ইংরেজি ভার্সনে দুপুর ১২টার সময় উল্লেখ না করে রাত ১২টার সময়সূচি দেওয়া হয়েছে।
এমন ভুল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সমালোচনা চলছে। শিক্ষার্থীরা বলছেন, বাকৃবির মতো বিশ্ববিদ্যালয় কী করে এত বড় ভুল করল। যেখানে মধ্যরাতের সময়সূচিতে অনুষ্ঠানসূচি প্রকাশ করা হয়েছে। এই ভুলের মাধ্যমে আসন্ন সমাবর্তনের মান নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সমাবর্তনের দাওয়াত কার্ড প্রকাশ করার দায়িত্বে আছেন অষ্টম সমাবর্তন বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম। তিনি বিষয়টি স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘এটি প্রিন্টিং মিসটেক। ভুলে তাঁরা টাইপ করে ফেলেছেন। এটি সংশোধনীর জন্য প্রেসে আবার পাঠানো হয়েছে। তবে এটি এখনো অফিশিয়ালি কাউকে পাঠানো হয়নি। কে বা কারা আমার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, তা জানা নেই।’
দাওয়াত কার্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়ে বাকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, ‘আমি অনুমতি নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দাওয়াত কার্ডটি প্রকাশ করেছি।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৬ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৭ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৭ ঘণ্টা আগে