Ajker Patrika

আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় সরিষাবাড়ীতে মেসি ভক্তদের আনন্দ শোভাযাত্রা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় জামালপুরের সরিষাবাড়ীতে আনন্দ শোভাযাত্রা করেছেন মেসি ভক্তরা। আজ শুক্রবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমানের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পৌরসভার আরামনগর বাজার এলাকার জিকে প্লাজা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরিষাবাড়ী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। 

রাজধানীর তেজগাঁও কলেজের ইসলামী ইতিহাস বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার এক হাজার ৬০ ফুট দীর্ঘ পতাকা নিয়ে র‍্যালি করেছিলেন। এছাড়া প্রতিটি খেলায় আর্জেন্টিনা দলের সমর্থকদের মাঝে খাবার পরিবেশনও করেছিলেন বলে জানা গেছে। 

শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক ছাড়াও কয়েকজন ব্রাজিল সমর্থকও অংশ নেন। ব্রাজিল সমর্থক সোহাগ ও আবির জানান, তাঁরা ব্রাজিল দলের সমর্থক। তবে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে তাঁরা আনন্দিত। আর এ আনন্দ ভাগ করে নিতে তাঁরা শোভাযাত্রায় অংশ নিয়েছেন। 

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক রুবেল বলেন, ‘আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এতে সরিষাবাড়ীর সকলেই প্রায় খুশি হয়েছে। বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ার সংবাদে মেসি ভক্তদের আনন্দ দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া।’ 

আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস চালু হওয়ায় আমরা গর্বিত। আর্জেন্টিনা বাংলাদেশের কৃষি খাতের সক্ষমতা বাড়াতে কৃষি প্রযুক্তি সরবরাহ করবে। আর্জেন্টিনা থেকে তুলা, গুঁড়া দুধ, রসুন আমদানি করা সহজ হবে। বাংলাদেশ থেকে খাদ্য, ওষুধ, প্লাস্টিক পণ্য, সিরামিক, তৈরি পোশাক রপ্তানি করা যাবে। ফলে এ দেশ অর্থনৈতিকভাবে আরও সচ্ছল হবে।’ 

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত