নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।
ময়মনসিংহের নান্দাইলে হাজারো মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে মাছ ধরার ‘হাইত উৎসব’ হয়েছে। আজ সোমবার ভোরে নান্দাইল সদর ইউনিয়ন পরিষদের পাশে বদলা বিলের শাখায় এ উৎসব হয়।
হাইত উৎসবে মাছ শিকার করতে ভোর থেকে হাজারো শৌখিন মাছ শিকারি হইহুল্লোড় করে জাল, পলোসহ বিলে নেমে পড়েন। হাইত উৎসবে স্থানীয়রা প্রতিবেশী ও দূর-দুরন্ত থেকে আসা আত্মীয়দের সঙ্গে সারা দিন বিলে মাছ শিকার করেন।
এলাকাবাসী জানান, বদলা বিলের শাখায় তিন-চার বছর থেকে বছরের এ সময় হাঁটুপানি থাকে। তবে কোমর সমান হলেই হাইত উৎসবের আয়োজন করেন এলাকাবাসী। দিনক্ষণ ঠিক করে এলাকায় মাইকিং করা হয়।
আজ সকালে সরেজমিন দেখা গেছে, মাছ শিকারিরা পলো, ঠেলা জাল, খড়াজাল, ডুবা ফাঁদ, চাঁইসহ মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম নিয়ে বিলে নেমে পড়েছেন। বিলের দুই পাশে বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষেরা মাছ শিকার দেখছেন। সবার মুখে হাসি আর বড় মাছ দেখার উচ্ছ্বাস।
হাইত উৎসবে মাছ শিকার করতে আসা ভাটিসাভার গ্রামের আল-আমিন (৫০) আজকের পত্রিকাকে বলেন, ‘ভোরে এসেছিলাম পলো নিয়ে। বেশি মাছ পাইনি। তবে যা পেয়েছি খাওয়া চলবে। একসঙ্গে সবাই মিলে মাছ ধরার আনন্দটাই বড় কথা।’
হাইত উৎসব দেখতে আসা চণ্ডীপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, ‘আগের মতো হাইত উৎসবের আনন্দ নেই। বর্তমানে কিছু কিছু অঞ্চলে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে মুরব্বিরা হাইত উৎসবের আয়োজন করেন। দেখতে এসে ভালো লাগছে। তবে মাছ শিকারিরা তেমন মাছ শিকার করতে পারেনি।’
নান্দাইল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী আজকের পত্রিকাকে বলেন, তিন-চার বছর ধরে এখানে আনন্দঘন পরিবেশে হাইত উৎসবের আয়োজন করা হচ্ছে। আশপাশের প্রায় পাঁচ মাইল দূর থেকে মানুষেরা মাছ শিকার করতে আসেন।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা এলাকায় ইছামতী নদীর ওপর এবং তুলসীখালী এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত দুটি গুরুত্বপূর্ণ সেতুর একটি আংশিক, আরেকটি পুরোপুরি অন্ধকারে থাকে। দীর্ঘদিন ধরে এসব সেতুর ল্যাম্পপোস্টে বাতি থাকলেও কোনো আলো জ্বলছে না। ফলে সন্ধ্যার পর এলাকা দুটি ডুবে যায়
৮ মিনিট আগেঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের আত্মার শান্তি কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় খাগড়াছড়িতে পঞ্চশীল ও প্রদীপ প্রজ্বালন করা হয়েছে।
১ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৪ ঘণ্টা আগে