নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সঙ্গে ১৫ বছর আগে এরশাদ মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান হয়। প্রথম সন্তান মো. শাখাওয়াত হোসেন আরাফ। ঘটনার সময় তার বয়স হয়েছিল আট বছর। প্রসবের সময় এই দম্পতির দ্বিতীয় সন্তান মারা যায়। বিয়ের পর থেকেই স্বামী এরশাদ মিয়া স্ত্রী আফরোজাকে প্রায়ই নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে যান আফরোজা। তিনি পাশের কান্দুলিযা গ্রামে মামার বাড়িতে থাকতেন। এ সময় এরশাদ স্ত্রী ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। আফরোজা মামার বাড়িতে থেকে সেলাই মেশিনের কাজ করে সন্তান নিয়ে জীবিকা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি এরশাদ মিয়া কান্দুলিয়া গ্রামে গিয়ে একমাত্র ছেলে সাখাওয়াত হোসেনকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং শিশুটিকে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে। এ ঘটনায় আফরোজা আক্তার ওই দিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
নেত্রকোনায় আট বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
আজ বুধবার বিকেলে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান মামলার রায় ঘোষণা করেন।
এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে। মামলার রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হাশেম জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সাততী গ্রামের মতিয়র রহমানের মেয়ে মোছা. আফরোজা আক্তারের সঙ্গে ১৫ বছর আগে এরশাদ মিয়ার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান হয়। প্রথম সন্তান মো. শাখাওয়াত হোসেন আরাফ। ঘটনার সময় তার বয়স হয়েছিল আট বছর। প্রসবের সময় এই দম্পতির দ্বিতীয় সন্তান মারা যায়। বিয়ের পর থেকেই স্বামী এরশাদ মিয়া স্ত্রী আফরোজাকে প্রায়ই নির্যাতন করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় চার বছর আগে স্বামীর বাড়ি থেকে চলে যান আফরোজা। তিনি পাশের কান্দুলিযা গ্রামে মামার বাড়িতে থাকতেন। এ সময় এরশাদ স্ত্রী ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। আফরোজা মামার বাড়িতে থেকে সেলাই মেশিনের কাজ করে সন্তান নিয়ে জীবিকা চালিয়ে আসছিলেন। একপর্যায়ে ২০২০ সালের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন আফরোজা। তালাক দেওয়ায় এরশাদ মিয়া স্ত্রীর প্রতি ক্ষিপ্ত হন। পরে ২০২১ সালের ১৬ জানুয়ারি এরশাদ মিয়া কান্দুলিয়া গ্রামে গিয়ে একমাত্র ছেলে সাখাওয়াত হোসেনকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং শিশুটিকে হত্যা করেন।
খবর পেয়ে পুলিশ এরশাদ মিয়াকে আটক করে। এ ঘটনায় আফরোজা আক্তার ওই দিনই স্বামী এরশাদ মিয়ার বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৫ এপ্রিল আসামি এরশাদ মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজানে ৩৮ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিচালক আবু হানিফা নোমান। প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।
৪ মিনিট আগেশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়ে সামনের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেন।
৩০ মিনিট আগেচট্টগ্রামের বহদ্দারহাটে সন্ত্রাসীদের আস্তানা থেকে দেশীয় অস্ত্র, গুলি-কার্তুজ, খোসাসহ জিম্মিদের নির্যাতনের বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে পুলিশের ব্যবহৃত গুলির খোসাও পাওয়া গেছে। গতকাল সোমবার মধ্যরাতে নগরের বহদ্দারহাট মাছের বাজারের একটি ভবনের তৃতীয়
৩১ মিনিট আগেমাসুকা বেগম নিপুর বয়স ছিল ৩৭ বছর। সাত বছর ধরে শিক্ষকতা করছিলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগে। বিয়ে না করে শিক্ষার্থীদের সন্তান গণ্য করে ‘সংসার’ পেতেছিলেন তিনি। বিমান দুর্ঘটনায় ভেঙে গেল তাঁর সেই সংসার। নিভে গেল এক আলোকবর্তিকার জীবন। থেমে গেল তাঁর পরিবারের জীবনের ছন্দ।
৪০ মিনিট আগে