Ajker Patrika

জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হলেন বিএনপি নেতা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১২: ১৫
জামালপুর-২ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হলেন বিএনপি নেতা

জামালপুর-২ ইসলামপুর আসনে তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছেন দাবি করলেও উপজেলা বিএনপি তাঁর পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন হোসেন রেজা বাবু। বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে রয়েছি। ইতিমধ্যে আমি বিএনপি থেকে পদত্যাগ করেছি।’

হোসেন রেজা বাবু আরও বলেন, ‘নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিজয়ের বিষয়ে শতভাগ আশা করছি।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, ‘তৃণমূল বিএনপির প্রার্থী অ্যাডভোকেট হোসেন রেজা বাবু মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই জেলা বিএনপি অনুমোদিত কমিটির ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট হোসেন রেজা বাবু। ১৯ জন সহসভাপতির মধ্যে ৫ নম্বরে তাঁর নাম রয়েছে। এর আগে তিনি উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব আজকের পত্রিকাকে বলেন, ‘অ্যাডভোকেট হোসেন রেজা বাবু উপজেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর পদত্যাগের বিষয়টি আমরা অবগত নই। বিএনপি থেকে পদত্যাগ না করায় এখনো তিনি ওই পদেই আসীন। বিএনপির নেতা হয়ে অন্য একটি দলের প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত