নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে।
দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
শেরপুরের নকলায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে পারভেজ মিয়া (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থী ও তাঁর মা-বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও তাঁদের গ্রেপ্তার করে।
দুই পরিবারের দেওয়া তথ্য মতে, পারভেজ ময়মনসিংহের ফুলপুর উপজেলার চানঁপুর এলাকায় নানাবাড়িতে থাকত। এ বছর সে একই উপজেলার ভাইটকান্দি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। আর মেয়েটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারভেজ এবং ওই শিক্ষার্থী একই মহল্লার পাশাপাশি বাড়ির বাসিন্দা। সেই সুবাধে পারভেজের সঙ্গে ওই মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১০ মে রাতে পারভেজের সঙ্গে এই মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা পারভেজ ও তাঁর মা-বাবার বিরুদ্ধে নকলা থানায় অপহরণ মামলা করেন।
পরে পুলিশ ১৫ মে সোমবার বিকেলে গাজীপুরের চৌরাস্তা এলাকার পারভেজের বাবার ভাড়া বাসায় অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় পারভেজ ও তাঁর মা-বাবাকে।
পারভেজের বাবা মঞ্জু মিয়া বলেন, ‘আমার ছেলে কাউকে অপহরণ করেনি। প্রেমের টানে আমার ছেলেকে নিয়ে ওই শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়েছিল।’
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, মেয়ের বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে পারভেজসহ তাঁর মা-বাবাকে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পারভেজ ও তাঁর মা-বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারুল আক্তার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি পরিবারের সদস্যদের। রোববার ভোরে ঘরের ভেতরে তাঁকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
৭ মিনিট আগেসিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান বলছে, মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের নিবন্ধনের সুযোগ নিয়ে গড়ে ওঠা সমবায় প্রতিষ্ঠানটি ব্যাংকিং কার্যক্রমের মতো উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে জামালপুর ও আশপাশের জেলার প্রায় ১৩-১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আমানত নেয়। প্রতি লাখে মাসে...
৭ মিনিট আগেশ্যামপুর থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লিপুর (৪৯) বিরুদ্ধে শ্যামপুর ও ওয়ারী থানায় হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
১৪ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশাচালক পাভেল চাকমাকে অপহরণ করে দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
১৮ মিনিট আগে