নেত্রকোনা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রোববার বেলা ২টার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর স্ত্রীও ভোট দেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
এর আগে গেল বছরে ওই আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে এবারের নির্বাচনে তিনি ছাড়াও ভোটের মাঠে লড়ছেন আরও তিনজন প্রার্থী।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এইমাত্র আমি ও আমার স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওইখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এ পর্যন্ত ৫০ পারসেন্ট ভোট পড়েছে। আরও সময় আছে, আরও ভোট কাস্ট হবে।
তিনি বলেন, নেত্রকোনা জেলায় যা দেখলাম, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জেলা প্রশাসক, জেলা জজ বলেছেন, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিজের এলাকা নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ রোববার বেলা ২টার দিকে মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তাঁর স্ত্রীও ভোট দেন।
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের ছোট ভাই ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।
এর আগে গেল বছরে ওই আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন। তবে এবারের নির্বাচনে তিনি ছাড়াও ভোটের মাঠে লড়ছেন আরও তিনজন প্রার্থী।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে ব্যক্ত করা প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি বলেন, ‘ভালো ভোট হচ্ছে বলে মনে হয়। এইমাত্র আমি ও আমার স্ত্রী ভোটাধিকার প্রয়োগ করে আসছি। ওইখানে জিজ্ঞেস করে জানতে পারলাম, এ পর্যন্ত ৫০ পারসেন্ট ভোট পড়েছে। আরও সময় আছে, আরও ভোট কাস্ট হবে।
তিনি বলেন, নেত্রকোনা জেলায় যা দেখলাম, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। জেলা প্রশাসক, জেলা জজ বলেছেন, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে।’
প্রধান বিচারপতি আরও বলেন, ‘ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমি আশা করি, প্রত্যেক নাগরিকই তার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর আগে সকালে প্রধান বিচারপতি ঢাকা থেকে রওনা দিয়ে নেত্রকোনায় পৌঁছার পর জেলা সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নেন।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
২০ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
২৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
২৮ মিনিট আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ ঘণ্টা আগে