Ajker Patrika

ময়মনসিংহে আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহে আ.লীগ নেতা শেখ সিব্বির কারাগারে। ছবি: আজকের পত্রিকা

সন্ত্রাস দমন আইনের মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শেখ সিব্বির আহমেদ চৌধুরীকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার জেলার হালুয়াঘাট উপজেলার পাগলপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় গ্রেপ্তার আসামিসহ কয়েকজন সংঘবদ্ধ হয়। পরে তারা রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্যদের নিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় রাষ্ট্রের সম্পত্তির ক্ষতিসাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করে তারা।

এ ঘটনায় ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। পরে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত