Ajker Patrika

দুর্গাপুরে বিষপানের এক দিন পর গৃহবধূর মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৩, ১১: ৩১
দুর্গাপুরে বিষপানের এক দিন পর গৃহবধূর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে বিষপানের এক দিন পর রাবিয়া আক্তার (২৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। এর আগে শনিবার সকালে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন।

রাবিয়া আক্তার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ছোট কাটুরী গ্রামের জসিম মিয়ার স্ত্রী ও পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চকলেঙ্গুরা এলাকার মোহাম্মদ আলী মধুর মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।  

পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত শনিবার সকালে স্বামীর বাড়িতে বিষপান করে মায়ের কাছে ফোন দিয়ে লাশ নেওয়ার কথা জানিয়ে ছিলেন রাবিয়া আক্তার। তাৎক্ষণিকভাবে বাবা-মা গিয়ে সেখান থেকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান চিকিৎসক। মমেকে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। পরে তাঁর লাশ বাবার বাড়িতে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে জনপ্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি দেয় পুলিশ। 

এ নিয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করেন রাবিয়া। তাঁর বাবা-মায়ের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত