Ajker Patrika

শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় জাককানইবির ইংরেজি বিভাগের শিক্ষকদের উদ্বেগ

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৮: ০৯
Thumbnail image

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকেরা। 

আজ বুধবার বিভাগীয় প্রধান রায়হানা আক্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, ‘আমরা, ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সারা দেশে শিক্ষার্থী ও অন্যদের মূল্যবান জীবনের অপূরণীয় ক্ষতি, নির্বিচারে গ্রেপ্তার, ছাত্র ও সাধারণ মানুষকে হয়রানির ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।’ 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলনের সমন্বয়কদের বেআইনিভাবে আটক না করে পরিস্থিতি সামাল দিতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাই। আমরা শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সমর্থন করি। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সংলাপের মাধ্যমে একটি যুক্তিসংগত সমাধান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত