নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে জামাতাকে সহায়তার অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান টের পেয়ে অভিযুক্ত জামাতা বালু তোলার বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রেজাউল করিম। তাঁকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। রেজাউলের জামাতা বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত রেজাউলের বাড়ি থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।
গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের গোবিন্দনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
জানা গেছে, গোবিন্দনগর চারআনীপাড়া ও ভোগাই নদের পাড়ের মধ্যবর্তী ভোগাই নদের ইজারা-বহির্ভূত স্থান থেকে বালু তুলছিল একটি অসাধু চক্র। কয়েকবার অভিযানের পরেও তা থামেনি। গতকাল বিকেলে ওই স্থানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় পাঁচটি ছোট খনন যন্ত্র (ড্রেজার), ১০টি মাচা ও অনেকগুলো পাইপ ধ্বংস করা হয়। অভিযান টের পেয়ে বালু তোলার কাজে সরাসরি জড়িতরা পালিয়ে যান। তবে নদের তীরবর্তী বাসিন্দা রেজাউলের বাড়ি থেকে অনেক পাইপ ও ছোট ড্রেজারে ব্যবহৃত শ্যালো মেশিন জব্দ করা হয়।
নালিতাবাড়ীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু তোলা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে জামাতাকে সহায়তার অপরাধে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান টের পেয়ে অভিযুক্ত জামাতা বালু তোলার বিভিন্ন সরঞ্জাম ফেলে পালিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রেজাউল করিম। তাঁকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। রেজাউলের জামাতা বালু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পলাতক রয়েছেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত রেজাউলের বাড়ি থেকে বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।
গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদের গোবিন্দনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
জানা গেছে, গোবিন্দনগর চারআনীপাড়া ও ভোগাই নদের পাড়ের মধ্যবর্তী ভোগাই নদের ইজারা-বহির্ভূত স্থান থেকে বালু তুলছিল একটি অসাধু চক্র। কয়েকবার অভিযানের পরেও তা থামেনি। গতকাল বিকেলে ওই স্থানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। এ সময় পাঁচটি ছোট খনন যন্ত্র (ড্রেজার), ১০টি মাচা ও অনেকগুলো পাইপ ধ্বংস করা হয়। অভিযান টের পেয়ে বালু তোলার কাজে সরাসরি জড়িতরা পালিয়ে যান। তবে নদের তীরবর্তী বাসিন্দা রেজাউলের বাড়ি থেকে অনেক পাইপ ও ছোট ড্রেজারে ব্যবহৃত শ্যালো মেশিন জব্দ করা হয়।
নালিতাবাড়ীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু তোলা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে প্রথম ব্যাংক ডাকাতি করেছে। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। শুধু পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই ছাব্বিশ শ’ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা।
১৭ মিনিট আগেছেলে হারানোর শোক, ক্ষোভ ও অভিমানে আশাদুল ইসলাম আর ঢাকায় ফেরেনি। আশাদুল ইসলাম বলেন, সন্তান হারানোর কষ্ট কেবল বাবা-মা বুঝে। আমার ছেলে মারা যাওয়ার পরে সরকারি সহযোগীতা ছাড়া অনেকেই আমাকে সাহায্য করেছে। কিন্তু কোন কিছুতেই সুখ শান্তি পাচ্ছি না। ভালোভাবে খাওয়া—দাওয়া করতে পারি না। শরীর ফুলে যাচ্ছে।
২০ মিনিট আগেগুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এক পশলা। আবার দেখা মিলেছে ঝলমলে রোদের। এরইমধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র আয়োজন। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনা ‘এদেশ আমার
৩৮ মিনিট আগেআমার কর্মস্থল আজকের পত্রিকা অফিস বনশ্রী এলাকার এক মাথায়। বাসা আরেক মাথায়। অনেকেই হয়তো জানেন, বনশ্রী-রামপুরা ছিল রাজধানীতে হাসিনাবিরোধী আন্দোলনের সেই সময়ের ‘হটস্পটগুলোর’ একটি। প্রতিদিন আমি এই হটস্পট পাড়ি দিয়ে অফিসে যাতায়াত করতাম। ছাত্র-জনতার আন্দোলনের শেষ কয়েক দিনের নানা ছবি মনের মধ্যে গভীরভাবে গেঁথে
১ ঘণ্টা আগে