নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে সেই রহস্য উন্মোচন করেছে।
পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে। সোহাগ নামের যে যুবককে অপহরণের অভিযোগ করা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি নিজেই গিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অপহরণের নাটক সাজানো হয়েছে।’
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তাঁর ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া, হবিক মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক, সকালসহ অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জে নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে, ‘এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব।’ পরে ভয়ে সে চট্টগ্রামে চলে যায়।”
নেত্রকোনার আটপাড়ায় জলমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ দেওয়ার পর পুলিশ তদন্তে গিয়ে সেই রহস্য উন্মোচন করেছে।
পুলিশ জানায়, জলমহালের বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এই অপহরণের নাটক সাজানো হয়েছে। সোহাগ নামের যে যুবককে অপহরণের অভিযোগ করা হয়েছে, তিনি মূলত দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকেন। ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি নিজেই গিয়ে বাদীপক্ষের সঙ্গে কথা বলি। তদন্তে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে চট্টগ্রামে কাজ করছেন। ঘটনাস্থলে তিনি উপস্থিতই ছিলেন না। জলমহাল নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষকে ফাঁসাতে এ অপহরণের নাটক সাজানো হয়েছে।’
থানা-পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার উপজেলার নারাচাতল গ্রামের মো. আতিকুল ইসলাম তাঁর ভাতিজা সোহাগ মিয়াকে অপহরণ করেছে বলে থানায় লিখিত অভিযোগ করেন। একই উপজেলার দৌলতপুর গ্রামের সকাল মিয়া, হবিক মিয়াসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, গত রোববার রাতে সোহাগকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে অভিযুক্ত ব্যক্তিরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মো. আতিকুল ইসলাম বলেন, “অভিযোগ সঠিকই আছে। গত রোববার রাতে আমার ভাতিজা সোহাগকে হবিক, সকালসহ অন্যরা অস্ত্রের মুখে জিম্মি করে মোহনগঞ্জে নিয়ে গিয়ে পিটিয়ে ঢাকাগামী ট্রেনে তুলে দেয়। আর বলে, ‘এলাকায় ফিরে আসলে তোকে মেরে ফেলব।’ পরে ভয়ে সে চট্টগ্রামে চলে যায়।”
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
১২ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
৪৩ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে