ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মীর বসতবাড়ি, স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পরই এসব হামলা করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর মালিকানাধীন ইউনিয়নের মলমগঞ্জ এবং মুরাদাবাদ বাজারে দুটি টিনশেডের অফিস ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা। এ ছাড়া তাঁর পুকুর থেকে মাছ লুট করা হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাড়ি মনে করে হামলাকারীরা তাঁর বড় ভাই গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলীর বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইউপির সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মী ইব্রাহীম এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদের বসতবাড়িতে নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হামলাকারীরা।
এ ছাড়া আওয়ামী লীগ কর্মী শাহান আলী, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, হারুন, মাহফুজ, আব্বাস মুন্সী, দয়া সরকার, মোস্তাক আহমেদ এবং পল্লী চিকিৎসক শামীমের মালিকানাধীন নাপিতেরচর বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে। গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় মিস্টার নামের এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা।
এদিকে ইসলামপুর পৌর শহরে বিভিন্ন দোকানপাট খোলা থাকায় সাধারণ মানুষ জরুরি কেনাকাটা করেছেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এবং পরিস্থিতি থমথমে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনরোষ থেকে রেহাই পেতে আত্মগোপনে রয়েছেন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
পাথর্শী ইউপির চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘প্রতিহিংসায় আমার দুটি ঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। পুকুর থেকে মাছ লুট করেছে। ইট পর্যন্ত লুটপাট করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়া বলেন, ‘আমার বসতবাড়িতে হামলা চালিয়ে তছনছ করেছে। একদল বিক্ষুব্ধরা অতর্কিত হামলা চালায়। এতে আমি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত।’
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘বিএনপি ভাঙচুর ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয়। রাজনৈতিক প্রতিহিংসায় কারও বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো বড়ই অমানবিক। নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যাতে কারও ক্ষতি করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা বরদাশত করা হবে না। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করছি। আশা রাখি, পরিস্থিতি উন্নতি করা হবে। মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে।’
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ‘খোঁজখবর রাখছি, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এলাকায় সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। ক্রমেই পরিস্থিতি ভালো হচ্ছে।’
জামালপুরের ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগের অন্তত অর্ধশত নেতা-কর্মীর বসতবাড়ি, স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পরই এসব হামলা করা হয়েছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর মালিকানাধীন ইউনিয়নের মলমগঞ্জ এবং মুরাদাবাদ বাজারে দুটি টিনশেডের অফিস ভাঙচুর করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে হামলাকারীরা। এ ছাড়া তাঁর পুকুর থেকে মাছ লুট করা হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাড়ি মনে করে হামলাকারীরা তাঁর বড় ভাই গাইবান্ধা সুরুজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলীর বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইউপির সাবেক সদস্য ও আওয়ামী লীগ কর্মী ইব্রাহীম এবং আওয়ামী লীগ কর্মী আব্দুর রশিদের বসতবাড়িতে নজিরবিহীন তাণ্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হামলাকারীরা।
এ ছাড়া আওয়ামী লীগ কর্মী শাহান আলী, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, হারুন, মাহফুজ, আব্বাস মুন্সী, দয়া সরকার, মোস্তাক আহমেদ এবং পল্লী চিকিৎসক শামীমের মালিকানাধীন নাপিতেরচর বাজারে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়ার বসতবাড়িতে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে। গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া টুংরাপাড়া এলাকায় মিস্টার নামের এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে হামলাকারীরা।
এদিকে ইসলামপুর পৌর শহরে বিভিন্ন দোকানপাট খোলা থাকায় সাধারণ মানুষ জরুরি কেনাকাটা করেছেন। তবে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে এবং পরিস্থিতি থমথমে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনরোষ থেকে রেহাই পেতে আত্মগোপনে রয়েছেন। স্থানীয় বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের শান্ত পরিবেশ বজায় রাখতে অনুরোধ করা হয়েছে।
পাথর্শী ইউপির চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘প্রতিহিংসায় আমার দুটি ঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়েছে। পুকুর থেকে মাছ লুট করেছে। ইট পর্যন্ত লুটপাট করে নিয়েছে বিক্ষুব্ধ জনতা।’
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. মোহন মিয়া বলেন, ‘আমার বসতবাড়িতে হামলা চালিয়ে তছনছ করেছে। একদল বিক্ষুব্ধরা অতর্কিত হামলা চালায়। এতে আমি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত।’
উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, ‘বিএনপি ভাঙচুর ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয়। রাজনৈতিক প্রতিহিংসায় কারও বাড়িঘর কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো বড়ই অমানবিক। নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, কেউ যাতে কারও ক্ষতি করতে না পারে, সে জন্য সজাগ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা সহিংসতা বরদাশত করা হবে না। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা কাজ করছি। আশা রাখি, পরিস্থিতি উন্নতি করা হবে। মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে।’
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, ‘খোঁজখবর রাখছি, কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এলাকায় সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। ক্রমেই পরিস্থিতি ভালো হচ্ছে।’
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে স্কুল সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা বিক্ষোভ শুরু করে।
১৮ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় জানাজা অনুষ্ঠিত হয়।
৩৮ মিনিট আগেনোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় কোস্ট গার্ডের একটি টহল টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কোস্টগার্ডের একজন সদস্য ও একজন মাঝি আহত হয়েছে। এ সময় ৩০ লাখ মিটার অবৈধ কারেন্টজালসহ ৩৩ জেলেকে আটক করা হয়েছে।
৪২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজও
১ ঘণ্টা আগে