Ajker Patrika

শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আরেক শিক্ষকের

মোহনগঞ্জ (নেত্রকোনা)  প্রতিনিধি
শিক্ষকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আরেক শিক্ষকের

নেত্রকোনার মোহনগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে শ্রেণিকক্ষে এক শিক্ষককে গলাধাক্কা ও অশালীন গালাগাল করার অভিযোগ উঠেছে আরেক শিক্ষকের বিরুদ্ধে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী শিক্ষক।

নেত্রকোনার মোহনগঞ্জের গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মু. আল আমিন। আর ভুক্তভোগী শিক্ষক একই স্কুলের মোহাম্মদ আবু ছালেক। তাঁরা দুজনই একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আবু ছালেক বলেন, বিদ্যালয়ের নানা অনিয়ম নিয়ে কথা বলার কারণে সহকর্মী আল আমিন আমার প্রতি ক্ষিপ্ত ছিল। দ্বিতীয় শ্রেণির একটি ক্লাসে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে শার্টের কলার চেপে ধরে। এ সময় বাপ-মায়ের নাম নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে বুকে ধাক্কা মেয়ে দূরে ফেলে দেয়। শিক্ষার্থীদের সামনেই এমন ঘটনা ঘটিয়েছে। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছি।’ 

অভিযুক্ত শিক্ষক মু. আল আমিন বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। উল্টো তিনিই আমাকে বাবা-মা তুলে অশালীন গালাগাল করেছে। প্রধান শিক্ষকসহ স্কুলের অন্য শিক্ষকেরা সবাই বিষয়টি অবহিত আছেন। এর আগেও বিভিন্ন সময়ে অনেকবার তিনি আমাকে অশালীন ভাষায় গালাগাল করেছেন। আমিও এ বিষয়ে শিক্ষক আবু ছালেকের নামে অভিযোগ করব।’ 

অভিযোগপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিপালী সরকার বলেন, ঘটনা তদন্তে আগামীকাল সোমবার সহাকারী শিক্ষা কর্মকর্তা ওই বিদ্যালয়ে যাবেন। তদন্তের ফলাফল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত