জামালপুর প্রতিনিধি
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল প্রথমে বিক্ষোভকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবি বাধা দেয়। বিক্ষোভকারীরা দুই ঘণ্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় যুবলীগ–ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার আমাদের ভাইকে হত্যা করেছে, তারা অসংখ্য ছাত্রদের যেভাবে গ্রেপ্তার করে জেলে রেখেছে, আবার পরীক্ষা দিতে বলে। আমরা পরীক্ষায় অংশ নিব না। সরকারকে পদত্যাগ করেই ঘরে ফিরব।’
একজন আন্দোলনকারী ছাত্রী বলেন, ‘মা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন। আমাকে আন্দোলনে যেতে দিবে না। আমি অন্য বাড়ির এক আঙ্কেলকে ডেকে তালা খুলে বের হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরব না।’
জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, ‘আমরা তাদের শান্ত হতে বলেছি। তারা আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেল।’
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল প্রথমে বিক্ষোভকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবি বাধা দেয়। বিক্ষোভকারীরা দুই ঘণ্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় যুবলীগ–ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার আমাদের ভাইকে হত্যা করেছে, তারা অসংখ্য ছাত্রদের যেভাবে গ্রেপ্তার করে জেলে রেখেছে, আবার পরীক্ষা দিতে বলে। আমরা পরীক্ষায় অংশ নিব না। সরকারকে পদত্যাগ করেই ঘরে ফিরব।’
একজন আন্দোলনকারী ছাত্রী বলেন, ‘মা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন। আমাকে আন্দোলনে যেতে দিবে না। আমি অন্য বাড়ির এক আঙ্কেলকে ডেকে তালা খুলে বের হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরব না।’
জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, ‘আমরা তাদের শান্ত হতে বলেছি। তারা আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেল।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৬ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৭ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৮ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৮ ঘণ্টা আগে