Ajker Patrika

জামালপুরে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৫৮
Thumbnail image

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। 

সরেজমিন দেখা গেছে, আজ সকাল প্রথমে বিক্ষোভকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবি বাধা দেয়। বিক্ষোভকারীরা দুই ঘণ্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় যুবলীগ–ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার আমাদের ভাইকে হত্যা করেছে, তারা অসংখ্য ছাত্রদের যেভাবে গ্রেপ্তার করে জেলে রেখেছে, আবার পরীক্ষা দিতে বলে। আমরা পরীক্ষায় অংশ নিব না। সরকারকে পদত্যাগ করেই ঘরে ফিরব।’ 

একজন আন্দোলনকারী ছাত্রী বলেন, ‘মা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন। আমাকে আন্দোলনে যেতে দিবে না। আমি অন্য বাড়ির এক আঙ্কেলকে ডেকে তালা খুলে বের হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরব না।’ 

জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, ‘আমরা তাদের শান্ত হতে বলেছি। তারা আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত