Ajker Patrika

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৫: ২৫
কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার 

নেত্রকোনার মদনে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মদন থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত কিশোরকে (১৬) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। 

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত কিশোর প্রতিবেশী চাচাতো ভাই-বোন। অভিযুক্ত কিশোর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। ১০ দিন আগে রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। এ ঘটনার সাত দিন পর দিনের বেলায় ভুক্তভোগী কিশোরী বাড়ির পেছনে গেলে আবার অভিযুক্ত কিশোর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। 

ঘটনাটি প্রতিবেশী এক ব্যক্তি দেখে ফেলায় কিশোরী তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে কিশোরীর বাবা গতকাল রাতে মদন থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত কিশোরকে রাতেই আটক করা হয়। পরে আজ থানায় মামলা দায়ের পর কিশোরকে নেত্রকোনা আদালতে পাঠায় পুলিশ। অন্যদিকে, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত কিশোর বলে, তিন দিন আগে বাড়ির পেছনে ওই কিশোরীর সঙ্গে আমি অনৈতিক কাজে লিপ্ত হই। ঘটনাটি প্রতিবেশী একজন দেখে ফেলেন। পরে বাড়িতে একাধিক সালিশ করে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু ওই কিশোরীর পরিবারের লোকজন এখন মামলা করেছেন। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আজ নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত