Ajker Patrika

শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১৫ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১৫ 

শেরপুরের শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের পাল্টাপাল্টির ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা তিনটি ককটেল বিস্ফোরণ করেছেন বলে অভিযোগ করে পুলিশ। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাঁতী দলের ১৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে অভিযোগ অস্বীকার করে দলটির নেতারা। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সমাবেশ শেষ করে ফেরা পথ তাঁদের ১৫ জন কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। 

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার (১৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া, মো. রোকন উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বিপুল মিয়া। তাঁরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর তাঁতী দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ারে পথে এবং শেষ করে ফেরার পথে উচ্ছৃঙ্খল আচরণ করে নেতা-কর্মীরা। ফেরার পথে তাঁদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন বলে অভিযোগ করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে তিনটি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হন। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই মো. রোকন উদ্দিন বাদী হয়ে ৩৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

তবে পুলিশের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল বলেন, ‘শান্তিপূর্ণভাবে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষ হয়। সমাবেশ শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মীরা বাড়ি ফেরার পথে থানার সামনে থেকে পুলিশ তাঁদের সংগঠনের ১৫ জন কর্মীকে আটক করে। পরে ককটেল বিস্ফোরণের নাটক সাজিয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দেয় ও গ্রেপ্তার করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত