Ajker Patrika

নালিতাবাড়ীতে সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব, হামলা ঠেকাতে গিয়ে ব্যবসায়ী নিহত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২১: ১৮
নালিতাবাড়ী থানা। ছবি: আজকের পত্রিকা
নালিতাবাড়ী থানা। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে ঋণের টাকা আদায়কে কেন্দ্র করে চালানো হামলা ঠেকাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণ কালীনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই এলাকার তোরাব আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের দক্ষিণ কালীনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলেদের সঙ্গে সুদে ঋণগ্রহীতা রিকশাচালক তারা মিয়ার দ্বন্দ্ব চলছিল। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্রিজপাড়ে দেলোয়ারের ছেলের দোকানের সামনে তারা মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান আব্দুস সামাদের তিন ছেলে শেখ ফরিদ, আলম ও রবিউল।

একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে তারা মিয়ার মামাতো ভাই মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেন বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্রের কোপে দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহে নেওয়ার পথে দেলোয়ার মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত