Ajker Patrika

মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিন করোনা আক্রান্তে কোন রোগী মারা যায়নি। মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন ও জামালপুরের একজন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

এ নিয়ে অক্টোবর মাসেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হলো। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন-ময়মনসিংহের সফির উদ্দিন (৭০), মমহাজ বেগম (৬০), সুনীতি আদিত্য (৯০) ও জামালপুর সদরের কিতাব আলী (৭২)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন। 

এদিকে সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৮টি নমুনা পরীক্ষায় কোন করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত