Ajker Patrika

নেত্রকোনায় বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২১: ২০
আইয়ুব ম্রং। ছবি: সংগৃহীত
আইয়ুব ম্রং। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় বকেয়া টাকা চাওয়ায় চা-দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আইয়ুব ম্রংকে (৬৫) আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করেছেন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ৩টার দিকে খারনৈ ইউনিয়নে গোবিন্দপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত চা-দোকানি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের কালাদিওর ছেলে পুলিনুস দারিং (৪৫)। অভিযুক্ত আইয়ুব ম্রং উপজেলার গোবিন্দপুর গ্রামের কেলন ম্রংয়ের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর বাজারে চায়ের দোকান রয়েছে পুলিনুস দারিংয়ের। পাশের গ্রামের আইয়ুব ম্রং ওই দোকান থেকে বাকিতে চা খেতেন। দীর্ঘদিন ধরে বকেয়া টাকা দিচ্ছিলেন না আইয়ুব ম্রং। আজ বিকেলে পুলিনুস দারিংয়ের দোকানে চা খেতে যান আইয়ুব ম্রং। এ সময় বকেয়া টাকা চাওয়ায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। উপস্থিত লোকজন ঝামেলা মিটিয়ে দেন। কিছুক্ষণ পরে আইয়ুব ম্রং বাড়ি থেকে ছুরি নিয়ে গিয়ে দোকানে ঢুকে পুলিনুস দারিংকে আঘাত করেন।

পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় পুলিনুসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আইয়ুব ম্রংকে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত ব্যক্তির ছেলে ইমন চিসিম বলেন, ‘বিকেলে আমি চায়ের দোকানে যাই। এ সময় চা খেতে আইয়ুব ম্রং দোকানে আসেন। বাবা তাঁর কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। আমি দুজনকে শান্ত করি। আইয়ুব ম্রংকেও বাড়িতে পাঠিয়ে দিই। পরে আমি নিজেও বাড়িতে চলে আসি। পরে আইয়ুম ম্রং ছুরি নিয়ে আসেন এবং বাবার বুকের বাঁ পাশে একটি আঘাত করেন। তাঁর ডাকচিৎকারে গিয়ে দেখি, বাবার বুক থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। স্থানীয় লোকদের সহায়তায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত আইয়ুব ম্রং পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত