Ajker Patrika

ভালুকায় রাত পোহাতেই কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০০ টাকা 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় রাত পোহাতেই কেজিতে পেঁয়াজের দাম বাড়ল ১০০ টাকা 

ময়মনসিংহের ভালুকা বাজার, শিল্পাঞ্চল হবিরবাড়ি ও উপজেলার সর্বত্রই একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভালুকা বাজারে ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকা বিক্রি হয়েছে। সেই পেঁয়াজ আজ শনিবার (৯ ডিসেম্বর) বেড়ে ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজারে দেশি পেঁয়াজের কোনো খুঁজে পাওয়া যায়নি।

পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়ানোর খবরে পণ্যটির দাম বাড়তে শুরু করেছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ভালুকা পৌরসভার ওয়াপদা এলাকার মো. আবদুল হালিম জানান, হঠাৎ পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় তিনি আড়াইশ গ্রাম পেঁয়াজ কিনেছেন। সিদ্দিক নামের একজন পোশাক শ্রমিক জানান, হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে বাজারে নিম্ন আয়ের মানুষেরা অসুবিধায় পড়েছে।

ভালুকা বাজারের পেঁয়াজের আড়তদার সোহেল খান জানান, তাঁর দোকানে গত শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল থেকে পেঁয়াজ নাই। এমনকি দেশি পেঁয়াজ নেই প্রায় ১৫ দিন ধরে। গত ৪ দিন আগে ফরিদপুরের গোয়ালন্দে দেশি নতুন জাতের পেঁয়াজ প্রতি মণের মূল্য ছিল তিন হাজার ৪০০ টাকা। আজ শনিবার (৯ ডিসেম্বর) মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ জানান, যদি কোনো ব্যবসায়ী পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত