Ajker Patrika

খালে গোসলে নেমে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২৫, ১৫: ৩১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে গোসল করতে নেমে তানিয়া জাহান হিমু (৯) নামে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌর শহরের কাজীহাটি এলাকার সাপমরা খালে এ ঘটনা ঘটে।

তানিয়া পৌর শহরের সাতুর এলাকার মো. সেরাজ মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তানিয়া তার মামার বাড়ি পাশের কাজীহাটি গ্রামে বেড়াতে গিয়েছিল। বিকেলে সহপাঠীদের সঙ্গে সাপমরা খালে গোসল করতে নামে সে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে খালে তখন প্রবল স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের তোড়ে তানিয়া ভেসে যায়। সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় অভিযান চালিয়ে সন্ধ্যায় তানিয়ার নিথর দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

ইসলামী ব্যাংকে লুটপাট: শুধু খাতুনগঞ্জ শাখার ক্ষতি পোষাতেই লাগবে ১৩ বছর

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত