ময়মনসিংহ প্রতিনিধি
ঊর্ধ্বমুখী বাজারে আরেক দফা সারের দাম বাড়ানোয় দুশ্চিন্তায় পড়েছেন ময়মনসিংহের কৃষকেরা। তাঁরা বলছেন, এই সময়ে সারের মূল্যবৃদ্ধি কৃষকের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২২ টাকা থেকে বেড়ে ২৭ টাকা, ডিএপি ১৬ থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম বেড়ে হয়েছে ২৫ টাকা, যা আগে ছিল ২০ টাকা ৷ ডিএপির দাম ১৪ টাকা থেকে ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৮ টাকা হয়েছে।
ময়মনসিংহের কৃষকেরা বলছেন, সারের দাম বাড়ার কারণে কৃষি খাতে উৎপাদন খরচ বাড়বে। ফলে কঠোর পরিশ্রম করেও কৃষিতে লাভ করা কঠিন হবে। কৃষিতে দাম সহনীয় পর্যায়ে না রাখলে সবকিছুতেই অস্থিরতা বাড়বে বলে মনে করেন তাঁরা।
সদর উপজেলার মজমপুর গ্রামের কৃষক মো. মঞ্জুরুল হক ধান চাষের পাশাপাশি বাড়তি আয়ের আশায় সবজি চাষ করেন। গত বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, তিনি নিজের ৩০ শতক জমির বেগুনখেতে রাসায়নিক সার প্রয়োগ করছেন। সারের দাম নিয়ে জানতে চাইলে মঞ্জুরুল হক বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইউরিয়া ও ডিওপি সার কেজিতে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে।
মঞ্জুরুল হক আরও বলেন, ‘প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। বাচ্চাকাচ্চা নিয়ে চলা মুশকিল হয়ে গেছে। সারের পাশাপাশি বাজারে বীজ ও কীটনাশকের দাম বেশি। ৭০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। বিদ্যুৎ ও তেলের দাম বাড়ায় খেতে সেচ দিতে টাকা বেশি লাগে। ঊর্ধ্বমুখী বাজারে আমাদের কৃষিকাজ করা একেবারেই কঠিন হয়ে পড়েছে।’
উপজেলার বোররচর গ্রামের কৃষক হাতেম আলী বলেন, বস্তাপ্রতি সারের দাম ২৫০ টাকা বেড়েছে। নতুন করে সারের দাম বাড়ায় এক একর জমি আবাদ করতে খরচ বাড়বে ৫০০ টাকা। আমরা কীভাবে কী করব বুঝতে পারছি না।’
ফুলবাড়িয়া উপজেলার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন কৃষিকাজ করে লাভ করা সম্ভব নয়। বাপ-দাদার কিছু সম্পত্তি আছে, চাষাবাদ না করেও পারছি না। কৃষকের কথা কেউ চিন্তা করে না। শ্রমিকের মজুরি, সার, বিদ্যুৎ ও ডিজেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ছে না। আমরা কৃষকেরাও সিন্ডিকেটের কাছে জিম্মি।’
সারের মূল্যবৃদ্ধিতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি অনুষদের অধ্যাপক গোলাম হাফিজ বলেন, সরকারের উচিত অন্যান্য কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো। কৃষকেরা খরচ বাঁচাতে জমিতে সার প্রয়োগের মাত্রা যদি কমিয়ে দেন, তাহলে উৎপাদন কমে যাবে। তা ছাড়া কৃষক কষ্ট করে ফসল ফলিয়ে যদি লাভবান না হন, তাহলে কৃষিকাজে তাঁদের আগ্রহ কমবে। এই খাত টিকিয়ে রাখতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঊর্ধ্বমুখী বাজারে আরেক দফা সারের দাম বাড়ানোয় দুশ্চিন্তায় পড়েছেন ময়মনসিংহের কৃষকেরা। তাঁরা বলছেন, এই সময়ে সারের মূল্যবৃদ্ধি কৃষকের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।
কৃষক ও ডিলার পর্যায়ে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের দাম কেজিতে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়ায় এখন থেকে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি ২২ টাকা থেকে বেড়ে ২৭ টাকা, ডিএপি ১৬ থেকে বেড়ে ২১ টাকা, এমওপি সারের দাম ১৫ থেকে বেড়ে ২০ টাকা হয়েছে। ডিলার পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপির দাম বেড়ে হয়েছে ২৫ টাকা, যা আগে ছিল ২০ টাকা ৷ ডিএপির দাম ১৪ টাকা থেকে ১৯ টাকা এবং প্রতি কেজি এমওপির দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৮ টাকা হয়েছে।
ময়মনসিংহের কৃষকেরা বলছেন, সারের দাম বাড়ার কারণে কৃষি খাতে উৎপাদন খরচ বাড়বে। ফলে কঠোর পরিশ্রম করেও কৃষিতে লাভ করা কঠিন হবে। কৃষিতে দাম সহনীয় পর্যায়ে না রাখলে সবকিছুতেই অস্থিরতা বাড়বে বলে মনে করেন তাঁরা।
সদর উপজেলার মজমপুর গ্রামের কৃষক মো. মঞ্জুরুল হক ধান চাষের পাশাপাশি বাড়তি আয়ের আশায় সবজি চাষ করেন। গত বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, তিনি নিজের ৩০ শতক জমির বেগুনখেতে রাসায়নিক সার প্রয়োগ করছেন। সারের দাম নিয়ে জানতে চাইলে মঞ্জুরুল হক বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ইউরিয়া ও ডিওপি সার কেজিতে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে।
মঞ্জুরুল হক আরও বলেন, ‘প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। বাচ্চাকাচ্চা নিয়ে চলা মুশকিল হয়ে গেছে। সারের পাশাপাশি বাজারে বীজ ও কীটনাশকের দাম বেশি। ৭০০ টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। বিদ্যুৎ ও তেলের দাম বাড়ায় খেতে সেচ দিতে টাকা বেশি লাগে। ঊর্ধ্বমুখী বাজারে আমাদের কৃষিকাজ করা একেবারেই কঠিন হয়ে পড়েছে।’
উপজেলার বোররচর গ্রামের কৃষক হাতেম আলী বলেন, বস্তাপ্রতি সারের দাম ২৫০ টাকা বেড়েছে। নতুন করে সারের দাম বাড়ায় এক একর জমি আবাদ করতে খরচ বাড়বে ৫০০ টাকা। আমরা কীভাবে কী করব বুঝতে পারছি না।’
ফুলবাড়িয়া উপজেলার কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘এখন কৃষিকাজ করে লাভ করা সম্ভব নয়। বাপ-দাদার কিছু সম্পত্তি আছে, চাষাবাদ না করেও পারছি না। কৃষকের কথা কেউ চিন্তা করে না। শ্রমিকের মজুরি, সার, বিদ্যুৎ ও ডিজেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমাদের উৎপাদিত পণ্যের দাম বাড়ছে না। আমরা কৃষকেরাও সিন্ডিকেটের কাছে জিম্মি।’
সারের মূল্যবৃদ্ধিতে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি অনুষদের অধ্যাপক গোলাম হাফিজ বলেন, সরকারের উচিত অন্যান্য কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে কৃষি খাতে ভর্তুকি বাড়ানো। কৃষকেরা খরচ বাঁচাতে জমিতে সার প্রয়োগের মাত্রা যদি কমিয়ে দেন, তাহলে উৎপাদন কমে যাবে। তা ছাড়া কৃষক কষ্ট করে ফসল ফলিয়ে যদি লাভবান না হন, তাহলে কৃষিকাজে তাঁদের আগ্রহ কমবে। এই খাত টিকিয়ে রাখতে সরকারের যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বরিশাল শিল্পকলা একাডেমিতে অচলাবস্থা তৈরি হয়েছে। পাঁচ মাস ধরে সেখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না। শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিকল থাকায় হল ভাড়া নিচ্ছে না বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এদিকে সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাতেও...
৫ মিনিট আগেনীলফামারীর চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে ঢাকা, খুলনা ও রাজশাহী রুটে ৬টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন চলাচল করছে। কম সময়ে স্বল্প খরচে উত্তরাঞ্চলের কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ট্রেনগুলোয় লাগেজ ভ্যান যুক্ত করা হয় দুই বছর আগে। তবে এ অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া...
২৬ মিনিট আগেদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জবি শিক্ষার্থীরা। চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষে জবি ছাত্রদলের সদস্যসচিব সামসুল আরেফিন এ কথা বলেন...
২ ঘণ্টা আগেপুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
৩ ঘণ্টা আগে