Ajker Patrika

মাদারগঞ্জে স্পিরিট পানে ২ জনের মৃত্যু, অসুস্থ ২ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০১ জুন ২০২২, ১৫: ৩৯
মাদারগঞ্জে স্পিরিট পানে ২ জনের মৃত্যু, অসুস্থ ২ 

জামালপুরের মাদারগঞ্জে স্পিরিট পানে দুজনের মৃত্যু হয়েছে। এতে আরও দুজন অসুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই এলাকার আমিনুর শেখের ছেলে ইমরান (৩৫) ও বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আইন সুনারুর ছেলে হাফিজুর রহমান (৭০)। তিনি তেঘরিয়া এলাকায় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এ ঘটনায় অসুস্থরা হলেন তেঘরিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে ওবায়দুর (৩২) ও ময়না রবিদাসের ছেলে রবিন্দ্র চন্দ রবিদাস (৩২)। 
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে ইমরান ও হাফিজুর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের নেওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়। 

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন, নিহত ও অসুস্থরা গতকাল তেঘরিয়া বাজারের একটি ফার্মেসি থেকে স্পিরিট কিনে পান করেন। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ‘বোরাক্স কিউ’ নামে একটি হোমিও প্যাথিক খালি বোতল উদ্ধার করেছে পুলিশ। 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত