জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’
জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ৭৫ দিন পর রাজধানীর একটি মাদক নিরাময় কেন্দ্র থেকে নুহাশ আজিজ নামের এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার (১০ জুন) ঢাকার একটি নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরের সদস্যরা। পরে রাতেই স্কুলছাত্র নুহাশ আজিজকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন অস্থায়ী সেনাশিবিরের ২৬ নম্বর বাংলাদেশ পদাতিক বাহিনীর কর্মকর্তা শাহরিয়ার তালুকদার রিফাত।
সেনা শিবির সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ সাইদা দিল আফরোজ ও তার জামাতা লিটন অধিকারী কৌশলে ঢাকার উত্তরার কামারপাড়ার একটি ভাড়া বাসা থেকে নবম শ্রেণির ছাত্র নুহাশ আজিজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। এরপর তাকে অপহরণ করে ‘মাদকাসক্ত’ দেখিয়ে ঢাকার গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে রাখেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। পরে ছাত্রটির মা শামীমা আফরোজ ঢাকার উত্তরা পশ্চিম থানায় এবং টাঙ্গাইল সদর থানায় পৃথক অভিযোগ করেন। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় তিনি জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দি অস্থায়ী সেনা শিবিরে একটি লিখিত অভিযোগ দেন।
পরে সেনাবাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। পরিবার ও সেনাবাহিনীর সহায়তায় গ্রীন লাইফ মাদক নিরাময় কেন্দ্র থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর রাতেই তাকে তারাকান্দি সেনা শিবিরে নেওয়া হয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, ‘অপহরণের অভিযোগ পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। গোপন তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে উদ্ধার করেছি এবং নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসদাইর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ২০টি ছোট বসতঘর। গতকাল সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে আশপাশের ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
৩০ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাটে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় মো. আলতাফ হোসেন (৫৭) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢোলারহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। আলতাফ হোসেন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের আবু হানিফ মুন্সির ছেলে।
৪১ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। তাঁদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে