পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) হত্যার ঘটনায় তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার আজিজের ছেলে বিপ্লব (১৯) এবং গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহযোগী বিজয় কর্মকার (১৯), মো. তরিকুল ইসলাম (১৮) ও মো. আজহার মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
র্যাব জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে বিপ্লব মাদকাসক্ত। এ কারণে তাঁর বাবা তাঁকে তিরস্কার ও গালমন্দ করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো ভাড়াটিয়া হত্যাকারীদের নগদ ২০ হাজার টাকা ও দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য ১৫ হাজার টাকা দেন ছেলে বিপ্লব।
ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পর ছেলে বাইরে যান। এর কিছু সময় পর আজিজের মোবাইলে কল আসে। এতে তাঁর ছেলে বিপ্লবকে পুলিশ ধরেছে বলে তাঁকে জানানো হয়। খবরে পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে বের হন আজিজ। ঘটনাস্থলে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তাঁর হাত ধরেন এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে ধরেন। পরে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। এ সময় পাশের একটি পুকুরে কুড়াল দুটি ফেলে দেন তাঁরা। পরে ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন বিপ্লব।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ছেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্যবসায়ী আব্দুল আজিজ (৪৫) হত্যার ঘটনায় তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত মঙ্গলবার আজিজের ছেলে বিপ্লব (১৯) এবং গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর সহযোগী বিজয় কর্মকার (১৯), মো. তরিকুল ইসলাম (১৮) ও মো. আজহার মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে র্যাব।
এর আগে গত ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদি গ্রামের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যবসায়ী আব্দুল আজিজ ওই গ্রামের তালেব হোসেনের ছেলে। তিনি স্থানীয় শ্যামগঞ্জ বাজারে পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
র্যাব জানায়, নিহত ব্যবসায়ীর ছেলে বিপ্লব মাদকাসক্ত। এ কারণে তাঁর বাবা তাঁকে তিরস্কার ও গালমন্দ করতেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা মতো ভাড়াটিয়া হত্যাকারীদের নগদ ২০ হাজার টাকা ও দুটি চাইনিজ কুড়াল কেনার জন্য ১৫ হাজার টাকা দেন ছেলে বিপ্লব।
ঘটনার দিন রাতে বাবা ও ছেলে একসঙ্গে বাসায় ফেরেন। এর কিছুক্ষণ পর ছেলে বাইরে যান। এর কিছু সময় পর আজিজের মোবাইলে কল আসে। এতে তাঁর ছেলে বিপ্লবকে পুলিশ ধরেছে বলে তাঁকে জানানো হয়। খবরে পেয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে বের হন আজিজ। ঘটনাস্থলে পৌঁছালে কিছু বুঝে ওঠার আগেই ছেলে বিপ্লব ও আজাহার পেছন দিক থেকে তাঁর হাত ধরেন এবং অন্যরা গলায় গামছা পেঁচিয়ে ধরেন। পরে চাইনিজ কুড়াল দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যান। এ সময় পাশের একটি পুকুরে কুড়াল দুটি ফেলে দেন তাঁরা। পরে ঘটনা ধামাচাপা দিতে বিপ্লব নিজেই বাবাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন বিপ্লব।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বকুল বেগম পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে ছেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ছেলে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়।
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেনগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ...
৩ ঘণ্টা আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
৫ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৭ ঘণ্টা আগে