Ajker Patrika

হালুয়াঘাটে ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৬: ২২
হালুয়াঘাটে ফসল রক্ষায় হাতি তাড়াতে গিয়ে পল্লি চিকিৎসকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ের ঢালে আবাদ করা বোরো ধান রক্ষায় কৃষকদের সঙ্গে বন্য হাতি তাড়াতে গিয়ে মো. ইদ্দিস মিয়া (৫৩) নামের এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী গাজীরভিটা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তৈমুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের গোপালপুর বিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে বন বিভাগ থেকে বন্য হাতির আক্রমণে নিহত কৃষকের পরিবারকে তিন লাখ টাকা সহায়তা করা হবে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে উপজেলা গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী কান্দাপাড়া এলাকায় ৩০-৩৫টি বন্য হাতি দল বেঁধে খাবারের সন্ধানে ধানখেতে তাণ্ডব চালায়। এতে স্থানীয় কৃষকেরা ফসল রক্ষায় হাতি তাড়াতে লাঠি, পটকা ও মশাল নিয়ে ধাওয়া করেন। ইদ্দিস মিয়াও হাতি তাড়াতে কৃষকদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তিনি হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় একটি হাতি তাঁকে ধাওয়া করে শুঁড় দিয়ে পেঁচিয়ে
আছাড় দিয়ে পদপিষ্ট করে। পরে লোকজন ধাওয়া দিলে হাতির দল সরে যায়। গুরুতর অবস্থায় ইদ্রিস মিয়াকে উদ্ধার করে নিজ বাড়ি আনা হয় এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে গাজীরভিটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, ‘এ ইউনিয়ন সীমান্তবর্তী। কয়েক দিন ধরে পাহাড়ি হাতি ফসলি জমিতে আক্রমন করছে। ঈদের দিনও একজন হাতির পায়ে পিষ্ট হয়ে একজন মারা গেছেন। আমরা এই সমস্য নিরসনে কর্তৃপক্ষের কাছে যথাযথ সহযোগিতা চাই।’

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান খান বলেন, ওই কৃষকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এর আগে ২২ এপ্রিল ঈদের দিন ফজলুল নামে একই ইউনিয়নের কাটাবাড়ী এলাকার কৃষক হাতির পায়ে পৃষ্ট হয়ে মারা যান। ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার উত্তর রানীপুর গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়া নামের এক কিশোর নিহত হয়। গত বছরের ১৫ সেপ্টেম্বর উপজেলার কড়ইতলী গ্রামের কৃষক নওশের আলী হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হন। এর পাঁচ দিন পর ২০ সেপ্টেম্বর রাতে ফসলি জমি রক্ষা করতে হাতি তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে সেই ফাঁদে পড়ে মৃত্যু হয় জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত