নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
ময়মনসিংহের নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির ১৭৮ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর-কালিয়াপাড়া সড়কের দত্তপুর এলাকায় চালসহ গাড়ি আটকে দেয়। এ সময় চালক কৌশলে পালিয়ে যেতে চাইলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেলালাবাদ দত্তপুর এমএন ফিলিং স্টেশনের সামনে থেকে চালসহ গাড়ি জব্দ করে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।
জানা গেছে, গতকাল রাতে কালিয়াপাড়া বাজার থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ও মোস্তফা কামাল ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদের দোকান থেকে ১৭৮ বস্তা চাল গাড়ি করে গৌরীপুর নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় জনতার সন্দেহ হলে দত্তপুর এলাকায় গাড়ি আটকে জিজ্ঞাসা করলে সরকারি চাল বলে স্বীকার করেন। ঘটনা জানাজানি হলে গাড়ির চালক চাল নিয়ে কৌশলে পালানোর চেষ্টা করে। এরপর গৌরীপুর থাকে নান্দাইল রোডে যাওয়ার পথে সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে পুলিশ তাকে আটক করে।
স্থানীয় কালিয়াপাড়া বাজারের জনগণের দাবি, চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার দেলোয়ার হোসেনের গুদাম থেকে নেওয়া হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার দেলোয়ার হোসেন রিপন বলেন, ‘জব্দ হওয়া চালগুলো আমার গুদামের নয়। যারা অভিযোগ করছে, তা মিথ্যা। তারপরেও যদি তদন্তে আমার বলে প্রমাণিত হয়, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’
জানতে চাইলে ব্যবসায়ী ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি হারুন-অর রশিদ বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার দোকানে চাল রেখেছে। তবে এ বিষয়ে মোস্তফা কামাল কিছু বলতে পারবে।’ এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, গাড়িসহ চালের বস্তা জব্দ করে থানায় রাখা হয়েছে। ব্যবসায়ী ও গাড়িচালকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। ডিলারের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে সরকারবিরোধী গোপন বৈঠক, শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন পরিকল্পনা’ ও রাজধানীতে প্রশিক্ষণমূলক কর্মকাণ্ড—সব মিলিয়ে ফের সরব হয়ে উঠেছে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষাকারী একটি শক্তি। এই অভিযোগে বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টার থেকে সংঘবদ্ধভাবে পরিকল্পনার অভি
২৬ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের পাকা দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। গতকাল বুধবার রাতের কোনো একসময়ে দুর্বৃত্তরা মসজিদের প্রধান ফটকের সামনে ওই দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
৪২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরোনো ফজিলাতুন নেছা হলের সামনে স্তম্ভটি উদ্বোধন করেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এটি দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ বলে জানানো হয় অনুষ্ঠানে।
১ ঘণ্টা আগেনীলফামারীতে এক যুগ পর কবর থেকে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সদর উপজেলার আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে এই দেহাবশেষ উত্তোলন করা হয়।
১ ঘণ্টা আগে