Ajker Patrika

পুলিশের সঙ্গে সংঘর্ষ: দুর্গাপুরে আরও ছয় বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
পুলিশের সঙ্গে সংঘর্ষ: দুর্গাপুরে আরও ছয় বিএনপি নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশের অভিযানে তাঁরা গ্রেপ্তার হন। তাঁরা বিএনপির নেতা-কর্মী বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে ঘটনার পর থেকে ১৩ জন গ্রেপ্তার হন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, হাজী মো. ঈমাম হোসেন, স্বপন মিয়া, আব্দুল বারেক, সোহাগ খন্দকার ও আমিনুল ইসলাম।

জানা গেছে, মহান স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির নেতা–কর্মীরা ব্যানারসহ মিছিল করে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় পুলিশের কথা-কাটাকাটি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূঁইয়া বলেন, বর্তমানে আমাদের নেতা-কর্মীরা আতঙ্কে রয়েছেন। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিস্ফোরক ও নাশকতা আইনে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত