নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
কার্যালয়ের সামনে রাখা হয়েছে ইট, বালু ও খোয়া। আঙিনাজুড়ে এসব নির্মাণসামগ্রী রেখে দখলে নিয়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অরক্ষিত পড়ে রয়েছে ভবন আর আঙিনা। শ্রমিককেরা বলছেন, ইটের খোয়া ভেঙে এক পাশে স্তূপ করে রাখেন তাঁরা। পরে ওখান থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান। তবে ব্যবসায়ীদের নাম প্রকাশ করেননি কেউ।
গত ছয় মাস ধরে এ চিত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ের।
এদিকে নান্দাইলে বিটিসিএলের কতটি সংযোগ রয়েছে এ সম্পর্কে তথ্য জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০০১ সালে বিটিসিএল কার্যালয়ে একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছিল। এই এক্সচেঞ্জের আওতায় এক সময় নান্দাইল পুরোনো বাজার ও নতুন বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে শতাধিক টেলিফোন সংযোগ দেওয়া হয়েছিল।
আজ বুধবার সকালে বিটিসিএল কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের কেচি গেটে তালা ঝোলানো। তারপাশে ইটের খোয়া ভেঙে স্তূপ করে রাখছেন শ্রমিকেরা।
সেখানে ইটের খোয়া ভাঙার জন্য দু-তিন দিন পরপর মেশিন আনা হয়। ইটের খোয়া ভেঙে শ্রমিকেরা এক পাশে স্তূপ করে রাখেন। আর বিটিসিএলের কার্যালয়ের ওই প্রাঙ্গণ থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, বিটিসিএল কার্যালয়ের সামনে গত ছয় মাস ধরে কিছু ব্যবসায়ীরা দখল করে ইট বালুর ব্যবসা করছেন। এর আগে মহাসড়কের পাশে ব্যবসা করতেন। তবে কর্তৃপক্ষ নজর না থাকার সুযোগে ব্যবসায়ীরা বর্তমানে অফিসের পুরো মাঠে ইট, বালু দিয়ে দখল করে রেখেছেন। তবে কারা করছেন তাঁদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
ইট ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক আবুল কালাম বলেন, ‘আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। ইট ভেঙে আবার চলে যাই। তবে ব্যবসায়ী কারা তা জানি না।’
গ্রাহক মো. তরিকুল ইসলাম জানান, এক সময় টেলিফোনের সংযোগ পেতে অনেকেই এই কার্যালয়টিতে ঘোরাঘুরি করতে হয়েছে। বর্তমানে এর ব্যবহার কমে যাওয়াতে তেমনটা কাজে আসে না। তা ছাড়া মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করা যায়।
ময়মনসিংহ টেলিকমের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হানিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইট ভাঙার কাজ হচ্ছে এ বিষয়টি জানি না। এমনটা হলে নান্দাইল উপজেলা প্রশাসনকে জানিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইলে কতগুলো টেলিফোন সংযোগ চালু রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সে হিসাব আমার কাছে নেই। তবে সরকারি কিছু অফিসের সংযোগ চালু আছে।’
কার্যালয়ের সামনে রাখা হয়েছে ইট, বালু ও খোয়া। আঙিনাজুড়ে এসব নির্মাণসামগ্রী রেখে দখলে নিয়েছেন ব্যবসায়ীরা। এ অবস্থায় অরক্ষিত পড়ে রয়েছে ভবন আর আঙিনা। শ্রমিককেরা বলছেন, ইটের খোয়া ভেঙে এক পাশে স্তূপ করে রাখেন তাঁরা। পরে ওখান থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান। তবে ব্যবসায়ীদের নাম প্রকাশ করেননি কেউ।
গত ছয় মাস ধরে এ চিত্র ময়মনসিংহের নান্দাইল উপজেলা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কার্যালয়ের।
এদিকে নান্দাইলে বিটিসিএলের কতটি সংযোগ রয়েছে এ সম্পর্কে তথ্য জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২০০১ সালে বিটিসিএল কার্যালয়ে একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছিল। এই এক্সচেঞ্জের আওতায় এক সময় নান্দাইল পুরোনো বাজার ও নতুন বাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে শতাধিক টেলিফোন সংযোগ দেওয়া হয়েছিল।
আজ বুধবার সকালে বিটিসিএল কার্যালয়ে গিয়ে দেখা যায়, কার্যালয়ের কেচি গেটে তালা ঝোলানো। তারপাশে ইটের খোয়া ভেঙে স্তূপ করে রাখছেন শ্রমিকেরা।
সেখানে ইটের খোয়া ভাঙার জন্য দু-তিন দিন পরপর মেশিন আনা হয়। ইটের খোয়া ভেঙে শ্রমিকেরা এক পাশে স্তূপ করে রাখেন। আর বিটিসিএলের কার্যালয়ের ওই প্রাঙ্গণ থেকে অনেকেই নির্মাণসামগ্রী কিনে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহজাহান মিয়া জানান, বিটিসিএল কার্যালয়ের সামনে গত ছয় মাস ধরে কিছু ব্যবসায়ীরা দখল করে ইট বালুর ব্যবসা করছেন। এর আগে মহাসড়কের পাশে ব্যবসা করতেন। তবে কর্তৃপক্ষ নজর না থাকার সুযোগে ব্যবসায়ীরা বর্তমানে অফিসের পুরো মাঠে ইট, বালু দিয়ে দখল করে রেখেছেন। তবে কারা করছেন তাঁদের নাম প্রকাশ করতে চাননি তিনি।
ইট ভাঙার কাজে নিয়োজিত শ্রমিক আবুল কালাম বলেন, ‘আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি। ইট ভেঙে আবার চলে যাই। তবে ব্যবসায়ী কারা তা জানি না।’
গ্রাহক মো. তরিকুল ইসলাম জানান, এক সময় টেলিফোনের সংযোগ পেতে অনেকেই এই কার্যালয়টিতে ঘোরাঘুরি করতে হয়েছে। বর্তমানে এর ব্যবহার কমে যাওয়াতে তেমনটা কাজে আসে না। তা ছাড়া মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সবকিছু করা যায়।
ময়মনসিংহ টেলিকমের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হানিফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ইট ভাঙার কাজ হচ্ছে এ বিষয়টি জানি না। এমনটা হলে নান্দাইল উপজেলা প্রশাসনকে জানিয়ে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।’
নান্দাইলে কতগুলো টেলিফোন সংযোগ চালু রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সে হিসাব আমার কাছে নেই। তবে সরকারি কিছু অফিসের সংযোগ চালু আছে।’
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২৬ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২৯ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩২ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
২ ঘণ্টা আগে