Ajker Patrika

দুর্গাপুরে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১: ৫৯
দুর্গাপুরে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে প্লাস্টিকের জালে আটকে থাকা ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বারইকান্দি গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করেন স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যরা। পরে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে প্রাণীটিকে অবমুক্ত করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমেশ্বরী নদীর পাড়ে বারইকান্দি গ্রামে ঝোপের ভেতরে প্লাস্টিকের জালে একটি প্রাণী আটকে থাকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন কাছ থেকে প্রাণীটিকে দেখার চেষ্টা করলে বুঝতে পারেন প্লাস্টিকের জালে আটকে রয়েছে বিশাল আকৃতির একটি অজগর সাপ। পরে স্থানীয়রা সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সদস্যদের খবর দেন। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্লাস্টিকের জাল কেটে অজগরটি উদ্ধার করেন। পরে স্বেচ্ছাসেবকেরা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে অজগরটি নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে সাপটিকে অবমুক্ত করেন। 

সেভ দ্য অ্যানিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমরা সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করি। বেশ কয়েক দিন অজগরটি প্লাস্টিক জালে আটকে থাকায় এর ঘাড়ে কিছুটা ক্ষতের মতো চিহ্নের আঘাত থাকায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে বনে সাপটিকে অবমুক্ত করি। আমরা মোট ২৬টি অভিযানের মাধ্যমে বিভিন্ন প্রকার বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি, এর মধ্যে অজগর সাপ রয়েছে ১০টি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব উল আহসান জানান, উদ্ধার করা অজগর সাপটি দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর বনে অবমুক্ত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত