Ajker Patrika

দুর্গাপুরে ড্রেজার মালিকদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার দুর্গাপুরে বালুর ড্রেজার মালিকদের হামলায় আহত সুরুজ আলীর (৭০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত ৪ এপ্রিল হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উপজেলার বড়ইকান্দি গ্রামের এই বাসিন্দা।

জানা গেছে, নদীর পাড় ঘেঁষে ওই এলাকার কিছু বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। পরে গত ৪ এপ্রিল রাতে অভিযুক্তরা স্থানীয় দেলোয়ার হোসেনের মোটরসাইকেল ভাঙচুর করে। এর প্রতিবাদ করলে আজহারুল ইসলাম ও সুরুজ আলীকে মারধর করে তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় সুরুজ আলীর মৃত্যু হয়।

হামলার ঘটনায় গত ৬ এপ্রিল ১০ জনকে অভিযুক্ত করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেন বড়ইকান্দি গ্রামের দেলোয়ার হোসেন খোকন। অভিযুক্তরা হলেন রব মিয়া (৫৫), মাসুম মিয়া (২৬), জুয়েল মিয়া (৩০), শাহজাহান মিয়া (২৭), বাবুল মিয়া (৫৮), সোহান মিয়া সোহেল (২৬), সুলতান মিয়া (৩০), আবদুস সাত্তার (২৮), নওশাদ (৪০) ও কামরুল ইসলাম (২৯)। তাঁদের সবার বাড়ি দুর্গাপুরের আগাঢ়পাড়া গ্রামে এবং সবাই ড্রেজার মালিক। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘৬ এপ্রিল করা অভিযোগটি মামলা হিসেবে গৃহীত হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত