Ajker Patrika

নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আউয়ালকে (৫৫) নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আব্দুল আউয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল সোমবার রাতে জেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি অ্যান্ড মিডিয়া) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

আব্দুল আউয়াল জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব। তাঁর বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র, নাশকতা, সীমান্তে চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

২০২২ সালে কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যার ঘটনা ঘটে। এ মামলার প্রধান আসামি আব্দুল আউয়াল। 

জেলা পুলিশের মুখপাত্র বলেন, নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় আব্দুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক, চোরাচালানসহ অনেক মামলা রয়েছে। এর মধ্যে কোনোটিতে হয়তো তিনি জামিনে আছেন, আবার কোনোটিতে পলাতক। যাচাই বাঁচাই করে যেসব মামলায় তিনি পলাতক ছিলেন সেগুলোতে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত