Ajker Patrika

আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশ্বাসী: মতিয়া চৌধুরী

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৫৮
আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশ্বাসী: মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশ্বাসী। এ জন্য আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বিতরণ অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ যত দিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে, তত দিন এ ধারা অব্যাহত থাকবে। 

আজ বুধবার বিকেলে শেরপুরের নকলায় উপজেলা পরিষদ চত্বরে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। দেশকে সমৃদ্ধশালী করছে। দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত