প্রতিনিধি
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
শেরপুর: শেরপুরে পৌঁছেছে চীনের তৈরি সিনোফার্ম এর ১২ হাজার ডোজ টিকা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য আসে এসব টিকা। গত শুক্রবার বিকেলে একটি বিশেষ ফ্রিজার ভ্যানে করে আসা `সিনোফার্ম ভ্যাকসিন’ এর ওই টিকার চালান গ্রহণ করেন সিভিল সার্জন কার্যালয়ে জেলা ভ্যাকসিন কমিটির সদস্যরা।
শেরপুরে আসা ওই ১২ হাজার টিকা ২০টি ভায়েলের প্রতিটিতে ৬০০ করে ডোজ রয়েছে। ওই সব টিকায় ৬ হাজার জনকে প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আজ (শনিবার) থেকেই চীনের তৈরি সিনোফার্ম এর টিকা প্রদান করা হবে। কেবলমাত্র শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ টিকা দান কেন্দ্র থেকে ওই টিকা দেওয়া হবে। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড এস্ট্রজেনিকার কোভিড-১৯ ভ্যাকসিন শেরপুর জেলায় প্রথম ডোজ নিয়েছেন ৩৩ হাজার ৬৬০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৭৩১ জন। ভ্যাকসিন সংকটের কারণে গত ৫ মে থেকে জেলায় করোনা টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এদিকে জেলা সদর হাসপাতালে টিকা গ্রহণের জন্য ২০ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে ৫ হাজার মানুষ প্রথম ডোজের টিকাই নিতে পারেননি। এ ছাড়া ১২ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিলেও তাঁরা দ্বিতীয় ডোজের টিকা পাননি। এখন অন্য কোম্পানির টিকা নিতে গেলে তাঁদের নতুন করে অন্য কোম্পানির প্রথম ডোজের টিকা নিয়ে পরে দ্বিতীয় ডোজের টিকা নিতে হবে। তবে এবারের টিকা তাঁদের দেওয়া হবে না বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে জেলায় করোনা শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩ জনের। তাঁদের মধ্যে শেরপুর সদরে ৫৯৪ জন, নকলায় ১৫৩, নালিতাবাড়ীতে ১২২, ঝিনাইগাতীতে ৫৮ ও শ্রীবরদী উপজেলায় ৭৬ জন আছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৫৭ জন। মারা গেছেন ১৯ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২২৮ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। বাকিরা বাসায় আইসোলেশনে রয়েছেন। চলতি মাসে জেলায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ১৮ জুন পর্যন্ত জেলায় ২৪৬ জন রোগীর করোনা শনাক্ত হয়।
ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।
৫ মিনিট আগেশেকৃবির আবু রায়হান বলেন, ‘ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, তাই আমরা বিরোধিতা করছি।’ পরে শেকৃবির শিক্ষার্থীরা ডিএইর ডিজির কাছে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিপরীতে নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।
১০ মিনিট আগেসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৪৮) নামের বাংলাদেশি এক গাড়িচালক নিহত হয়েছেন। আজ সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদি আরবের আবহা শহরের মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মৃত এরশাদ মিজির ছেলে।
১৫ মিনিট আগেফরিদপুরের আলফাডাঙ্গায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৯ গ্রামে। ঝড়ে গাছপালা, কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
২৩ মিনিট আগে