জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, সংস্কৃতি আসলে উন্নয়নের বিরোধী নয়। সংস্কৃতির সঙ্গে বরং উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতি চর্চার মাধ্যমে উন্নত অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘উন্নয়ন ও সংস্কৃতি’ নিয়ে এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ সেমিনারটি আয়োজন করে।
সংস্কৃতিকর্মীদের জীবনমান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারেন, তা গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামজে এখনো সংস্কৃতি চর্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সংস্কৃতিকর্মীদের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু এটি করতে দেওয়া যাবে না। সংস্কৃতিকর্মীরা তাঁদের জীবনকে আমাদের সামনে একটি আদর্শ রূপে দাঁড় করালে এই সংকট দূর হবে। সমাজকে মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন করার জন্য সংস্কৃতিকর্মীদের কাজ করতে হবে। সংস্কৃতিমান মানুষদের জীবন হবে দৃষ্টান্তযোগ্য। তাঁদের জীবনমান নিয়ে যেন কেউ প্রশ্ন করতে না পারে।’
সেমিনারের সাফল্য কামনা করে উপাচার্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী। এখান থেকে এমন সব সুপারিশ বেরিয়ে আসুক যা স্থানীয় ও জাতীয়ভাবে আমাদের সমৃদ্ধ করতে পারবে সেটিই প্রত্যাশা।’
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান আল্ জাবিরের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী। আলোচনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন খান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, সংস্কৃতি আসলে উন্নয়নের বিরোধী নয়। সংস্কৃতির সঙ্গে বরং উন্নয়নের গভীর সম্পর্ক রয়েছে। সংস্কৃতি চর্চার মাধ্যমে উন্নত অর্থনীতি গড়ে তোলা সম্ভব।
আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ‘উন্নয়ন ও সংস্কৃতি’ নিয়ে এক সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ সেমিনারটি আয়োজন করে।
সংস্কৃতিকর্মীদের জীবনমান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারেন, তা গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামজে এখনো সংস্কৃতি চর্চাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। সংস্কৃতিকর্মীদের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু এটি করতে দেওয়া যাবে না। সংস্কৃতিকর্মীরা তাঁদের জীবনকে আমাদের সামনে একটি আদর্শ রূপে দাঁড় করালে এই সংকট দূর হবে। সমাজকে মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তন করার জন্য সংস্কৃতিকর্মীদের কাজ করতে হবে। সংস্কৃতিমান মানুষদের জীবন হবে দৃষ্টান্তযোগ্য। তাঁদের জীবনমান নিয়ে যেন কেউ প্রশ্ন করতে না পারে।’
সেমিনারের সাফল্য কামনা করে উপাচার্য আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী। এখান থেকে এমন সব সুপারিশ বেরিয়ে আসুক যা স্থানীয় ও জাতীয়ভাবে আমাদের সমৃদ্ধ করতে পারবে সেটিই প্রত্যাশা।’
নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান আল্ জাবিরের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী। আলোচনা করেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাদাৎ হোসেন খান।
সংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১৭ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে