Ajker Patrika

শেরপুরে সাংবাদিকদের ওপর হামলা, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি

শেরপুর প্রতিনিধি
হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা
হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের গারো পাহাড়ি সীমান্ত এলাকায় তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। এ ঘটনায় প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিয়েছে শেরপুর প্রেসক্লাব। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন সাংবাদিক নেতারা।

পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আশ্বাস দিয়েছেন।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ, দপ্তর সম্পাদক নাঈম ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় মাদক চোরাকারবার ও অবৈধভাবে বালু উত্তোলন সম্পর্কিত খবর সংগ্রহ করতে গিয়ে চার সাংবাদিক হামলার শিকার হন। তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়।

আহত সাংবাদিকেরা হলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ (সাম্প্রতিক দেশকাল), সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন (স্থানীয় অনলাইনের প্রকাশক) এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি শফিউল আলম সম্রাট।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে শ্রীবরদী থানায় ১৫ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সাংবাদিক নেতারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত