দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তত অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বন্যার পানিতে ডুবে আছে। কোনো বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। এমন পরিস্থিতিতে সরকারের ঘোষণা অনুসারে ১২ সেপ্টেম্বর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, গত তিন সপ্তাহ যমুনা নদীর পানি বাড়তে থাকায় এর আশপাশের এলাকায় পানি প্রবেশ করেছে। এতে যমুনা মধ্যবর্তী সাপধরী ইউনিয়নের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী এস এন উচ্চ বিদ্যালয়, দেওয়ানপাড়া দাখিল মাদ্রাসা, ডেপরাইপ্যাচ, দক্ষিণ চিনাডুলী এবং বীর নন্দনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি উঠেছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেও পানি জমে গেছে।
উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭৫ টি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৭ টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৫০ টি, কলেজ, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, বিএম কলেজসহ ১০৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রয়েছে আরও ৬০টি কিন্ডারগার্টেন।
মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বলেন, 'এরই মধ্যে নিম্নাঞ্চলের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি ঢুকেছে'। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢোকার আশঙ্কা করছেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন মোহন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, 'এখন পর্যন্ত ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বন্যাকবলিত ঘোষণা করা হয়েছে। পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে।'
বন্যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার বলেন, 'সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলার বন্যা পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোরশেদও একই বক্তব্য দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'শিশুদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব রেখে বিদ্যালয় খোলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।'
জামালপুর জেলার ইসলামপুর উপজেলার অন্তত অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বন্যার পানিতে ডুবে আছে। কোনো বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি। এমন পরিস্থিতিতে সরকারের ঘোষণা অনুসারে ১২ সেপ্টেম্বর থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা অনিশ্চিত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, গত তিন সপ্তাহ যমুনা নদীর পানি বাড়তে থাকায় এর আশপাশের এলাকায় পানি প্রবেশ করেছে। এতে যমুনা মধ্যবর্তী সাপধরী ইউনিয়নের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া চিনাডুলী ইউনিয়নের চিনাডুলী এস এন উচ্চ বিদ্যালয়, দেওয়ানপাড়া দাখিল মাদ্রাসা, ডেপরাইপ্যাচ, দক্ষিণ চিনাডুলী এবং বীর নন্দনেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানি উঠেছে। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরেও পানি জমে গেছে।
উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭৫ টি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৭ টি, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৫০ টি, কলেজ, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, বিএম কলেজসহ ১০৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রয়েছে আরও ৬০টি কিন্ডারগার্টেন।
মাধ্যমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বলেন, 'এরই মধ্যে নিম্নাঞ্চলের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি ঢুকেছে'। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই–তিন দিনের মধ্যে আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢোকার আশঙ্কা করছেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. ইসমাইল হোসেন মোহন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস বলেন, 'এখন পর্যন্ত ৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে বন্যাকবলিত ঘোষণা করা হয়েছে। পানি বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে।'
বন্যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার বলেন, 'সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে উপজেলার বন্যা পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।' উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম মোরশেদও একই বক্তব্য দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'শিশুদের জীবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব রেখে বিদ্যালয় খোলার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।'
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন সংযুক্ত একটি বাসে বিশ্ববিদ্যালয়ের নামের ভুল বানানকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ট্রল, সমালোচনা ও হতাশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
৪ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে মো. মর্তুজ আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মো. মর্তুজ আলী উপজেলার রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে। এ ছাড়াও গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভি ও বাছুর মারা গেছে। আজ শনিবার (১৭ মে) বেলা ৩টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।
২১ মিনিট আগেঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেসের যাত্রাপথে সংযোগ হুক ভেঙে বগি রেখে ইঞ্জিন চলে গেছে অন্য স্টেশনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামগঞ্জ স্টেশন থেকে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছাড়ার পর চল্লিশা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ইঞ্জিনটি একটি বগিসহ...
২৬ মিনিট আগেকুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রায় চার মাস আগে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে নিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়। আজ শনিবার (১৭ মে) জেলা প্রাথমিক শিক্ষা
২৭ মিনিট আগে