Ajker Patrika

সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ শ্রমিকের মৃত্যু 

ময়মনসিংহের ত্রিশালে তিন তলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া। 

নিহত শ্রমিকেরা হলেন, মো. সুমন মিয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৮)। সুমন উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে এবং নূর মোহাম্মদ বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে সুমন ও নূর মোহাম্মদ নামের দুই শ্রমিক গোহাটা মোড়ে একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগাতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা সুমন ও নুর মোহাম্মদকে আহত অবস্থায় উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক নুর মোহাম্মদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। 

মো. চাঁদ মিয়া এসব তথ‍্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত