Ajker Patrika

৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯: ১৩
শুক্রবার রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা
শুক্রবার রাত ১১টার দিকে উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে চিটাগুড়বাহী (মালবাহী) ট্রেনের লাইনচ্যুত গার্ডব্রেকটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। রাত ১১টার দিকে উদ্ধারকাজ শেষে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উথলী স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।

তিনি বলেন, শুক্রবার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজার অভিমুখী চিটাগুড়বাহী ট্রেনটি বিকেল ৫টা ৩৮ মিনিটে উথলী রেলস্টেশনে প্রবেশ করে। পরে ক্রসিং শেষে ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় গার্ডব্রেকের একটি বগির পিছনের চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে লাইনচ্যুত বগিটি রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে রওনা হয়।

তিনি আরও বলেন, ট্রেনটি লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় স্টেশনের আপ পয়েন্টের কাছে মালবাহী ওই ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এরপর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনি বলেন, এতে উথলীর পার্শ্ববর্তী স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ট্রেন এবং খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছিল।

তিনি বলেন, ঘটনার পরপরই বিষয়টি পাকশী বিভাগীয় কার্যালয়কে জানানো হয়। রাত ১০টার সময় ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজ শেষে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

জুলাই আন্দোলনের প্রথম অংশ ‘অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড’: মাহফুজ

‘মালয়েশিয়ায় গ্রেপ্তার যুবকেরা সিরিয়া ও বাংলাদেশের জঙ্গিদের জন্য অর্থ পাঠাত’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত