Ajker Patrika

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জাককানইবি’তে ভর্তি হলেন জিহাদ

জাককানইবি প্রতিনিধি
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জাককানইবি’তে ভর্তি হলেন জিহাদ

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে গুচ্ছ ভর্তি পরীক্ষায় সাফল্যের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) জায়গা করে নিয়েছেন জিহাদ হাসান। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে (২০২০-২০২১) ভর্তি হয়েছেন। জিহাদের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়। 

জানা গেছে, জিহাদের বাবার নাম মো. ফারুক হোসেন আর মায়ের নাম রেহানা আক্তার। জিহাদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাঁর চোখের সমস্যা রয়েছে। পায়ে হেঁটে যেতেও সমস্যা হয়। 

জিহাদ হাসান এর আগে ঢাকা বোর্ড থেকে ২০১৮ সালে ৪.৮৭ নিয়ে এসএসসি এবং ২০২০ সালে ৪.২৫ নিয়ে এইচএসসি পাস করেন। সাফল্যের ধারাবাহিকতায় এবার তিনি উচ্চশিক্ষা অর্জন করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে সক্ষম হয়েছেন। 

শারীরিক প্রতিবন্ধকতাকে জয়জিহাদ হাসান বলেন, ‘দুচোখে অনেক স্বপ্ন। আমি ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশের সেবা করতে চাই। বিসিএস আমার লক্ষ্য।’ 

জিহাদ হাসান আরও বলেন, ‘শারীরিক এই প্রতিবন্ধকতার জন্য নানান জনের কাছে হাসির পাত্র হলেও পরিবারের সমর্থন ছিল সব সময়ই। বিশেষ করে বড় বোনের সাপোর্ট পেয়েছি অনেক বেশি।’ 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়ে জিহাদ বলেন, ‘আম্মুর ও আমার ক্যাম্পাস খুবই পছন্দ হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত